PPF vs EPF: ইপিএফ ও পিপিএফের মধ্যে রয়েছে তফাৎ, সুদের হারেও রয়েছে তারতম্য, কোনটা বেশি লাভজনক?

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Mar 12, 2022 | 6:36 PM

Investment: বিশেষজ্ঞরা জানিয়েছেন কোনও এক কর্মীর পিপিএফ বা ইপিএফ নিজের থেকে বেছে নেওয়ার অধিকার রয়েছে। কোনও কর্মী যদি অবসরের পরে জীবনযাপনের কথা ভাবেন তবে তিনি ইপিএফের মাধ্যমে ভিপিএফে বিনিয়োগ করতে পারেন।

PPF vs EPF: ইপিএফ ও পিপিএফের মধ্যে রয়েছে তফাৎ, সুদের হারেও রয়েছে তারতম্য, কোনটা বেশি লাভজনক?
প্রতীকী চিত্র

Follow Us

ইপিএফ বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড কেন্দ্রীয় সরকারি একটি সংস্থা। এই সংস্থার মাধ্যমে চাকুরিজীবীরা অবসরের পর বিশেষ কিছু আর্থিক সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে বয়সকালে গ্রাহকদের আয় নিশ্চিত হয়। এটি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণাধীণ। উভয়ের ক্ষেত্রেই আয়কর আইনে ৮০ সি ধারা অনুযায়ী বছরে দেড় লক্ষ টাকা অবধি আয়কর ছাড় মেলে। তবে বেতনভুক কর্মচারীদের জন্য ইপিএফ বাধ্যতামূলক অন্যদিকে পিপিএফ বাধ্যতামূলক না হলেও অনেকেই পিপিএফে বিনিয়োগ করেন।

ইপিএফ বনাম পিপিএফ: সুদের হার

ইপিএফে সুদের হার ছিল ৮.৫ শতাংশ। আজই সেই সুদের হার কমিয়ে ৮.১ শতাংশ কমিয়েছে কেন্দ্র। অন্যদিকে পিপিএফের ক্ষেত্রে সুদের হার ৭.১ শতাংশ। অনেকেই মনে করে থাকেন যদি অবসরের পর সুযোগ সুবিধা পাওয়াই লক্ষ্য হয়ে থাকে তবে পিপিএফের বদলে ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। কারণ ভিপিএফে সুদের হার ইপিএফের সমান। তবে পিপিএফ অ্যাকাউন্টের তারল্য অনেকে বেশি। তবে ইপিএফে চাকুরিজীবী ও তাঁর সংস্থা উভয়ই যদি বিনিয়োগ করে থাকেন তবে সেক্ষেত্রে আড়াই লক্ষ টাকা বিনিয়োগের ওপর নিয়মমাফিক আয়কর দেওয়া বাধ্যতামূলক।

পিপিএফ বনাম ইপিএফ বনাম ভিপিএফ

ইপিএফে কোনও একজন বেতনভুক কর্মচারি মাসে তার বেসিক বেতনের ১২ শতাংশের বেশিও বিনিয়োগ করতে পারে। এই কিন্তু এই সংস্থার এইচআর-এর সঙ্গে কথা বলতে হবে। হয় কোম্পানিতে কাজে যোগ দেওয়ার সময় এই পদ্ধতি চালু করতে হবে অথবা কোনও আর্থিক বছরের শুরুতেই এই পদ্ধতি চালু কার যেতে পারে। যখনও কোনও একজন কর্মচারী ভিপিএফেকে বেছে নেন তখন কর্মীর বদলে সেই সংস্থা মাসিক তাঁর বেসিক বেতনের ১২ শতাংশ ভিপিএফ বিনিয়োগ করবে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন কোনও এক কর্মীর পিপিএফ বা ইপিএফ নিজের থেকে বেছে নেওয়ার অধিকার রয়েছে। কোনও কর্মী যদি অবসরের পরে জীবনযাপনের কথা ভাবেন তবে তিনি ইপিএফের মাধ্যমে ভিপিএফে বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগের ফলে কোনও ঝুঁকি ছাড়াই ১.৪ শতাংশ বাড়তি লাভের সুযোগ থাকে। পিপিএফ ও ইপিএফে বিনিয়োগ করলে কোনও রকমের ঝুঁকির সম্ভাবনা নেই এবং টাকা খোয়া যাওয়ারও কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন PF Balance online: কী ভাবে জানবেন প্রফিডেন্ট ফান্ডের ব্যালেন্স? কোন উপায়েই বা তুলবেন নিজের টাকা?

আরও পড়ন Home Loan Repayment: মাথায় চেপেছে হোম লোনের বোঝা, কী ভাবে হবে সুরাহা? জেনে নিন

Next Article