কলকাতা: এখন আপনার হাতে যা টাকা আসে, পরবর্তী অর্থবর্ষ থেকে সেই টাকা অনেকটাই কমে যেতে চলেছে। সরকার নতুন নিয়ম নিয়ে আসছে বেতনের জন্য। যার ফলে এক ধাক্বায় অনেকটাই কমে যাবে হাতে আসা বেতনের পরিমাণ। সামনের এপ্রিল মাস থেকেই বদল আসছে নিয়মে।
নতুন এই নিয়মের ফলে বেশি টাকা জমা হবে প্রভিনেন্ট ফান্ডে। যার ফলে আনুপাতিক হারে পরিবর্তন আসবে গ্র্যাচুয়িটিতেও। অর্থাৎ অবসরের পর বাড়বে ফেরত আসা টাকার পরিমাণ। কিন্তু বর্তমানে হাতে আসবে কম টাকা। নতুন নিয়ম জারি হলে সবচেয়ে বেশি প্রভাবিত হবে বেসরকারি কোম্পানিগুলি। পরিবর্তন আসবে বেসরকারি ক্ষেত্রে কর্মরত চাকুরিজীবীদের বেতনে।
আরও পড়ুন: ICICI ব্যাঙ্ক পরিষেবা দেবে অন্য ব্যাঙ্কের গ্রাহকদেরও! কীভাবে জেনে নিন
তবে প্রভিনেন্ট ফান্ডে (PF) বেশি টাকা জমা হলে পরোক্ষ ভাবে লাভ চাকুরিজীবীরই। কারণ প্রভিনেন্ট ফান্ডে টাকা জমা থাকলে সেই টাকা সঞ্চয়িত হবে চাকুরিজীবীর নামেই। যার মাধ্যমে বাড়বে সামাজিক সুরক্ষা। বিশেষজ্ঞদের মতে পরোক্ষ ভাবে লাভ হওয়ার দরুন সুরক্ষিত হবে অবসর পরবর্তী জীবন।