CWG 2022: কমনওয়েলথে অভিষেক ম্যাচেই খুদে অনাহতের জয়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 30, 2022 | 10:16 AM

স্কোয়াশের দ্বিতীয় রাউন্ডে ভারতের ১৪ বছরের অনাহত সিং। কমনওয়েলথের প্রথম দিন স্কোয়াশের প্রথম রাউন্ডে প্রতিপক্ষ জাডা রোসকে ১১-৫, ১১-২, ১১-০ ব্যবধানে হারিয়ে দেয় অনাহত। প্রথমবার কমনওয়েলথ গেমসে নেমে দেশকে পদক দেওয়ার আশা জোগাচ্ছে খুদে অনাহত।

1 / 5
স্কোয়াশের দ্বিতীয় রাউন্ডে ভারতের ১৪ বছরের অনাহত সিং। কমনওয়েলথের প্রথম দিন স্কোয়াশের প্রথম রাউন্ডে প্রতিপক্ষ জাডা রোসকে ১১-৫, ১১-২, ১১-০ ব্যবধানে হারিয়ে দেয় অনাহত। প্রথমবার কমনওয়েলথ গেমসে নেমে দেশকে পদক দেওয়ার আশা জোগাচ্ছে খুদে অনাহত। (ছবি-টুইটার)

স্কোয়াশের দ্বিতীয় রাউন্ডে ভারতের ১৪ বছরের অনাহত সিং। কমনওয়েলথের প্রথম দিন স্কোয়াশের প্রথম রাউন্ডে প্রতিপক্ষ জাডা রোসকে ১১-৫, ১১-২, ১১-০ ব্যবধানে হারিয়ে দেয় অনাহত। প্রথমবার কমনওয়েলথ গেমসে নেমে দেশকে পদক দেওয়ার আশা জোগাচ্ছে খুদে অনাহত। (ছবি-টুইটার)

2 / 5
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব়্যাকেট হাতে দ্যুতি ছড়াচ্ছেন ভারতের ১৪ বছরের স্কোয়াশ প্লেয়ার অনাহত সিং। (ছবি-টুইটার)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব়্যাকেট হাতে দ্যুতি ছড়াচ্ছেন ভারতের ১৪ বছরের স্কোয়াশ প্লেয়ার অনাহত সিং। (ছবি-টুইটার)

3 / 5
এই প্রথম বার কমনওয়েলথ গেমসে নেমেছে অনাহত। অভিষেক ম্যাচেই দারুণ খেলে সকলের নজর কেড়ে নিয়েছে সে। (ছবি-টুইটার)

এই প্রথম বার কমনওয়েলথ গেমসে নেমেছে অনাহত। অভিষেক ম্যাচেই দারুণ খেলে সকলের নজর কেড়ে নিয়েছে সে। (ছবি-টুইটার)

4 / 5
বৃহস্পতিবার বার্মিংহ্যাম কমনওয়েলথে ১৪ বছরের অনাহত মেয়েদের সিঙ্গলসে জয় দিয়ে সফর শুরু করেছে। (ছবি-টুইটার)

বৃহস্পতিবার বার্মিংহ্যাম কমনওয়েলথে ১৪ বছরের অনাহত মেয়েদের সিঙ্গলসে জয় দিয়ে সফর শুরু করেছে। (ছবি-টুইটার)

5 / 5
স্কোয়াশ থেকে এ বার পদকের আশা রয়েছে ভারেতর। এবং প্রথম বার কমনওয়েলথ গেমসে নেমে দেশকে পদক দেওয়ার আশা জোগাচ্ছে খুদে অনাহত। (ছবি-টুইটার)

স্কোয়াশ থেকে এ বার পদকের আশা রয়েছে ভারেতর। এবং প্রথম বার কমনওয়েলথ গেমসে নেমে দেশকে পদক দেওয়ার আশা জোগাচ্ছে খুদে অনাহত। (ছবি-টুইটার)

Next Photo Gallery