IPL 2022: ছবিতে দেখে নিন কোন ৫ তারকারা ডোবাল এ বার

আইপিএল-২০২২ (IPL 2022) এ একাধিক তারকা ক্রিকেটারের ব্যাট জ্বলে ওঠেনি। যার মধ্যে রয়েছেন পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) থেকে শুরু করে কেকেআরের তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। দেখে নিন ছবিতে কোন ৫ তারকারা ডোবাল এ বার ...

| Edited By: | Updated on: May 31, 2022 | 9:00 AM
বিরাট কোহলি - বিরাট কোহলি এ বারের আইপিএলে সেই অর্থে ভালো পারফর্ম করতে পারেননি। পুরো টুর্নামেন্ট দেখলে এ বারের আইপিএলে মোট ১৬টি ম্যাচে খেলে ৩৪১ রান করেছেন কোহলি। যার মধ্যে রয়েছে ২টি হাফসেঞ্চুরি।

বিরাট কোহলি - বিরাট কোহলি এ বারের আইপিএলে সেই অর্থে ভালো পারফর্ম করতে পারেননি। পুরো টুর্নামেন্ট দেখলে এ বারের আইপিএলে মোট ১৬টি ম্যাচে খেলে ৩৪১ রান করেছেন কোহলি। যার মধ্যে রয়েছে ২টি হাফসেঞ্চুরি।

1 / 5
রোহিত শর্মা - আইপিএলের সব থেকে সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্স এ বার সেই অর্থে নজর কাড়া হয়নি। লিগ টেবলের সব থেকে শেষে, ১০ নম্বরে থেকে এ বারের আইপিএল যাত্রা শেষ করেছে মুম্বই। এই মরসুমে তিনি ১৪টি ম্যাচে মোট ২৬৮ রান করেছেন।

রোহিত শর্মা - আইপিএলের সব থেকে সফল দল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্স এ বার সেই অর্থে নজর কাড়া হয়নি। লিগ টেবলের সব থেকে শেষে, ১০ নম্বরে থেকে এ বারের আইপিএল যাত্রা শেষ করেছে মুম্বই। এই মরসুমে তিনি ১৪টি ম্যাচে মোট ২৬৮ রান করেছেন।

2 / 5
রবীন্দ্র জাডেজা - আইপিএল-২০২২ শুরু হওয়ার আগে রবীন্দ্র জাডেজাকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক করা হয়েছিল। তবে টুর্নামেন্টের মাঝপথে ক্যাপ্টেন্সি ছেড়ে দেন জাড্ডু। এরপর চোট পেয়ে মাঝপথে ক্যাপ্টেন্সি ছেড়ে দেন তিনি। এ বারের আইপিএলের ১০টি ম্যাচে তিনি ৫ টি উইকেট নেওয়ার পাশাপাশি করেন ১১৬ রান।

রবীন্দ্র জাডেজা - আইপিএল-২০২২ শুরু হওয়ার আগে রবীন্দ্র জাডেজাকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক করা হয়েছিল। তবে টুর্নামেন্টের মাঝপথে ক্যাপ্টেন্সি ছেড়ে দেন জাড্ডু। এরপর চোট পেয়ে মাঝপথে ক্যাপ্টেন্সি ছেড়ে দেন তিনি। এ বারের আইপিএলের ১০টি ম্যাচে তিনি ৫ টি উইকেট নেওয়ার পাশাপাশি করেন ১১৬ রান।

3 / 5
ভেঙ্কটেশ আইয়ার - গত মরসুমে নাইটদের সেরা আবিষ্কার ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁকে আইপিএল-২০২২ এর আগে রিটেইন করে রেখেছিল কেকেআর। তবে এ বারের আইপিএলটা ভেঙ্কির জন্য সেই অর্থে ভালো কাটেনি। ১২টি ম্যাচে খেলে তিনি করেছেন মাত্র ১৮২ রান। এবং পেয়েছেন মাত্র ১ টি উইকেট।

ভেঙ্কটেশ আইয়ার - গত মরসুমে নাইটদের সেরা আবিষ্কার ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁকে আইপিএল-২০২২ এর আগে রিটেইন করে রেখেছিল কেকেআর। তবে এ বারের আইপিএলটা ভেঙ্কির জন্য সেই অর্থে ভালো কাটেনি। ১২টি ম্যাচে খেলে তিনি করেছেন মাত্র ১৮২ রান। এবং পেয়েছেন মাত্র ১ টি উইকেট।

4 / 5
অজিঙ্ক রাহানে - হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিএলের মাঝপথ থেকে বিদায় নিতে হয় কেকেআরের ওপেনার ব্যাটার অজিঙ্ক রাহানেকে। আইপিএল-২০২২ এর নিলামে প্রথমে দল না পেলেও পরে ১ কোটি দিয়ে কেকেআর নেয় রাহানেকে। তবে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আগে সদ্য শেষ হওয়া আইপিএলের ৭টি ম্যাচে খেলে ১৪৪ রান করেছেন রাহানে।

অজিঙ্ক রাহানে - হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিএলের মাঝপথ থেকে বিদায় নিতে হয় কেকেআরের ওপেনার ব্যাটার অজিঙ্ক রাহানেকে। আইপিএল-২০২২ এর নিলামে প্রথমে দল না পেলেও পরে ১ কোটি দিয়ে কেকেআর নেয় রাহানেকে। তবে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আগে সদ্য শেষ হওয়া আইপিএলের ৭টি ম্যাচে খেলে ১৪৪ রান করেছেন রাহানে।

5 / 5
Follow Us: