T20 World Cup 2022: অস্ট্রেলিয়ার বিমান ধরার সম্ভাবনা ক্ষীণ যাঁদের
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Sep 12, 2022 | 8:00 AM
এই সপ্তাহে টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত হবে ভারতের স্কোয়াড। টুর্নামেন্ট শুরু হবে ১৬ অক্টোবর। ফাইনাল ১৩ নভেম্বর। এশিয়া কাপের পর বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। ১৫ বছর ধরে টি-২০ বিশ্বকাপ ট্রফির অপেক্ষায় রয়েছে দেশবাসী।
1 / 6
এই সপ্তাহে টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত হবে ভারতের স্কোয়াড। টুর্নামেন্ট শুরু হবে ১৬ অক্টোবর। ফাইনাল ১৩ নভেম্বর। এশিয়া কাপের পর বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। ১৫ বছর ধরে টি-২০ বিশ্বকাপ ট্রফির অপেক্ষায় রয়েছে দেশবাসী। ক্যাপ্টেন রোহিত শর্মা বলেছিলেন, ৯০ থেকে ৯৫ শতাংশ খেলোয়াড় নিশ্চিত। তবে কয়েকটি নাম নিয়ে নির্বাচকরা ভেবেচিন্তে দেখছেন। তার মধ্যে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন যাঁরা জাতীয় দলের জার্সি গায়ে বেশ কিছু সময় ধরে ভালো পারফরম্যান্স করেছেন। যদিও বিশ্বকাপ স্কোয়াডে তাঁদের ঠাঁই হবে কি না তা নিয়ে জল্পনা রয়েছে।(ছবি:টুইটার)
2 / 6
রবি বিষ্ণোই: জাতীয় দলের হয়ে ১০টি ম্যাচ খেলে রবি বিষ্ণোই টি-২০তে ১৬টি উইকেট নিয়েছেন। বিশ্বকাপ স্কোয়াডে রবির স্থান পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপ সুপার ফোর-এর ম্যাচে ভাল পারফরম্যান্সও পরের ম্যাচে জায়গা পাননি। কারণ দলে যুজবেন্দ্র চাহালের মতো অভিজ্ঞ লেগ স্পিনার রয়েছেন।(ছবি:টুইটার)
3 / 6
শার্দূল ঠাকুর: শার্দূল এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৫টি টি-২০ ম্যাচ খেলে ৩৩টি উইকেট নিয়েছেন। রান সংখ্যা ৬৯। যদিও ফেব্রুয়ারি মাস থেকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। তালিকার মধ্যে লর্ড শার্দূলের বিশ্বকাপ খেলার সম্ভাবনা সবথেকে কম।(ছবি:টুইটার)
4 / 6
শ্রেয়াস আইয়ার: চলতি বছরের সফল টি-২০ ব্যাটারদের মধ্যে একজন শ্রেয়াস। ১৪টি ইনিংসে ৪৫ গড় ও ১৪৩ স্ট্রাইক রেটে ৪৪৯ রান রয়েছে তাঁর। এশিয়া কাপে জায়গা পাননি। টি-২০ বিশ্বকাপও শ্রেয়াসের দূরের স্বপ্ন। (ছবি:টুইটার)
5 / 6
দীপক চাহার: পিঠের চোটের কারণে জাতীয় দলের বাইরে ছিলেন বেশ কিছু সময়। প্রত্যাবর্তনের পর পুরনো ছন্দে পাওয়া যায়নি চাহারকে। জসপ্রীত বুমরা ও হর্ষল প্যাটেল এখন পুরোপুরি ফিট। এই পরিস্থিতিতে দীপকের অস্ট্রেলিয়ার টিকিট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়েছে। (ছবি:টুইটার)
6 / 6
ইশান কিষাণ: টি-২০ ফরম্যাটে এই তরুণ উইকেটকিপার ব্যাটারের পারফরম্যান্স বেশ নজর কেড়েছে। ১৪টি ম্যাচে ৩০ গড় ও ১৩০ স্ট্রাইক রেটে ৪৩০ রান করেছেন। ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক বিশ্বকাপ টিমে জায়গা পাওয়ার জোর দাবিদার। তাই নির্বাচকদের ভাবনায় নেই ইশান।(ছবি:টুইটার)