AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Love horoscope: নতুন বছরে প্রেমে পড়তে চলেছে যে ৫ রাশি

Love: বিদায়ের পথে ২০২১। আর মাত্র কয়েকদিন পরই শুরু নতুন বছর। দেখতে দেখতেই কেটে গেল ২০২১। পাওয়া-না পাওয়ার অনেক হিসেব তো থেকেই গেল। কেউ যেমন এবছর অনেক কিছু পেয়েছেন তেমনই এ বছরে অনেকে আবার অনেক কিছু হারিয়েছেনও। কেউ হারিয়েছেন প্রিয় মানুষকে, আবার কারোপ একদম শেষ পর্যায়ে এসেও পূরণ হয়নি মনোবাঞ্ছা। কোভিডের প্রকোপ থেকে এবারও আমরা মুক্ত হতে পারিনি। বছর শেষেই আবার ওমিক্রনের হানা। তবে এবছর প্রচুর মানুষ সাত পাকে বাঁধা পড়েছেন। আবার কেউ কেউ প্রতীক্ষায় মনের মানুষের। ভাল-মন্দ মিশিয়েই আমাদের জীবন। নতুন প্রেমের প্রতীক্ষায় আপনিও? দেখে নিন নতুন বছরে প্রেমে পড়তে চলেছেন কোন কোন রাশি

| Edited By: | Updated on: Dec 08, 2021 | 9:45 PM
Share
নতুন বছরের লভ হরস্কোপ অনুযায়ী প্রেম আসতে চলেছে বৃষদের জীবনে। এপ্রিল মাসের পর তাঁরা সুখবর পাবেন। প্রেম মাখো মাখো হবে জুলাই থেকে। লতারপর আর পিছন ফিরে তাকানোর সুযোগও থাকবে না।

নতুন বছরের লভ হরস্কোপ অনুযায়ী প্রেম আসতে চলেছে বৃষদের জীবনে। এপ্রিল মাসের পর তাঁরা সুখবর পাবেন। প্রেম মাখো মাখো হবে জুলাই থেকে। লতারপর আর পিছন ফিরে তাকানোর সুযোগও থাকবে না।

1 / 5
চন্দ্র থাকবে তুঙ্গে। আর তাই কর্কটের জাতকদের পরের বছর জুড়ে শুধুই ভালবাসা। এমন একজন মানুষের সঙ্গে আপনার দেখা হবে যিনি আপনার জন্য সেরা। হয়তো তিনিই এককালে ছিলেন আপনার ক্রাশ।

চন্দ্র থাকবে তুঙ্গে। আর তাই কর্কটের জাতকদের পরের বছর জুড়ে শুধুই ভালবাসা। এমন একজন মানুষের সঙ্গে আপনার দেখা হবে যিনি আপনার জন্য সেরা। হয়তো তিনিই এককালে ছিলেন আপনার ক্রাশ।

2 / 5
এই প্রথম পাকাপোক্ত প্রেমে পড়বেন কন্যা রাশির জাতকরা। এতদিন তাদের কোনও প্রেমই স্থায়ী হয়নি। কিন্তু এবার এই প্রেম পাবে পূর্ণতা। বলা ভাল সফল প্রেম হবে এবছরই।

এই প্রথম পাকাপোক্ত প্রেমে পড়বেন কন্যা রাশির জাতকরা। এতদিন তাদের কোনও প্রেমই স্থায়ী হয়নি। কিন্তু এবার এই প্রেম পাবে পূর্ণতা। বলা ভাল সফল প্রেম হবে এবছরই।

3 / 5
বৃশ্চিক রাশির জাতকরা বরাবরই একটু আবেগপ্রবণ। যে কারণে একবার প্রেম ভাঙলে এঁরা যে কষ্ট পান তারপর সহজে আর প্রেম করতে চান না। কাউকে মনে ধরলেও তা সাহস করে বলতে পারেন না। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে প্রেম আসবে বৃশ্চিকদের জীবনে।

বৃশ্চিক রাশির জাতকরা বরাবরই একটু আবেগপ্রবণ। যে কারণে একবার প্রেম ভাঙলে এঁরা যে কষ্ট পান তারপর সহজে আর প্রেম করতে চান না। কাউকে মনে ধরলেও তা সাহস করে বলতে পারেন না। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে প্রেম আসবে বৃশ্চিকদের জীবনে।

4 / 5
ধনুরা নতুন বছরে ভাসবে রোম্যান্সে।  এপ্রিলের পর থেকে জীবনে প্রেম আসতে শুরু করবে। জুলাই মাসে গিয়ে তা পূর্ণতা পাবে। আর এর পরই রোম্যান্সের তুঙ্গে থাকবে এই রাশির জাতকরা।

ধনুরা নতুন বছরে ভাসবে রোম্যান্সে। এপ্রিলের পর থেকে জীবনে প্রেম আসতে শুরু করবে। জুলাই মাসে গিয়ে তা পূর্ণতা পাবে। আর এর পরই রোম্যান্সের তুঙ্গে থাকবে এই রাশির জাতকরা।

5 / 5