AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajasthan: রাজস্থানের মানচিত্রে এমনও সুন্দর জায়গা রয়েছে, জানতেন?

Offbeat Destination: রাজস্থানের সংস্কৃতি, ঐতিহ্য, ভাস্কর্য, ইতিহাস সব দিক দিয়ে সমৃদ্ধ। রাজস্থানের প্রতিটি জেলা, প্রতিটি শহরের মধ্যে লুকিয়ে রয়েছে রাজা-মহারাজাদের ইতিহাস।

| Edited By: | Updated on: Mar 30, 2022 | 5:10 PM
Share
রাজস্থানের সংস্কৃতি, ঐতিহ্য, ভাস্কর্য, ইতিহাস সব দিক দিয়ে সমৃদ্ধ। রাজস্থানের প্রতিটি জেলা, প্রতিটি শহরের মধ্যে লুকিয়ে রয়েছে রাজা-মহারাজাদের ইতিহাস। এমনও কিছু জায়গা রয়েছে, যা হল এই রাজ্যের 'অফবিট' ডেস্টিনেশন।

রাজস্থানের সংস্কৃতি, ঐতিহ্য, ভাস্কর্য, ইতিহাস সব দিক দিয়ে সমৃদ্ধ। রাজস্থানের প্রতিটি জেলা, প্রতিটি শহরের মধ্যে লুকিয়ে রয়েছে রাজা-মহারাজাদের ইতিহাস। এমনও কিছু জায়গা রয়েছে, যা হল এই রাজ্যের 'অফবিট' ডেস্টিনেশন।

1 / 6
বাড়মের- রাজস্থানে বাড়মেরের ইতিহাস বেশ পুরনো। ১৩ শতাব্দীতে রাজা বাহাদা রাও এই জেলা প্রতিষ্ঠা করেন। তখন এই জেলার নাম ছিল মাল্লানি। এরপর ১৯৪৯ সালে এর নাম হয় বাড়মের। এখন এটি রাজস্থানে দ্বিতীয় বৃহত্তম জেলা।

বাড়মের- রাজস্থানে বাড়মেরের ইতিহাস বেশ পুরনো। ১৩ শতাব্দীতে রাজা বাহাদা রাও এই জেলা প্রতিষ্ঠা করেন। তখন এই জেলার নাম ছিল মাল্লানি। এরপর ১৯৪৯ সালে এর নাম হয় বাড়মের। এখন এটি রাজস্থানে দ্বিতীয় বৃহত্তম জেলা।

2 / 6
বাঁসওয়াড়া- ‘একশো দ্বীপের শহর’ এবং ‘রাজস্থানের চেরাপুঞ্জি’ নামে পরিচিত বাঁসওয়াড়া। বাঁসওয়াড়ার মধ্য দিয়ে বয়ে গিয়েছে মাহি নদী আর সেখানে অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত বাঁসওয়াড়া। এই কারণে এটি একশো দ্বীপের শহর। এবং রাজস্থানে সব চেয়ে বেশি বৃষ্টি হয় এই বাঁসওয়াড়ায় তাই 'চেরাপুঞ্জি'। আরাবল্লির পাদদেশের এই অঞ্চলে বাদ আদিবাসীদের।

বাঁসওয়াড়া- ‘একশো দ্বীপের শহর’ এবং ‘রাজস্থানের চেরাপুঞ্জি’ নামে পরিচিত বাঁসওয়াড়া। বাঁসওয়াড়ার মধ্য দিয়ে বয়ে গিয়েছে মাহি নদী আর সেখানে অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত বাঁসওয়াড়া। এই কারণে এটি একশো দ্বীপের শহর। এবং রাজস্থানে সব চেয়ে বেশি বৃষ্টি হয় এই বাঁসওয়াড়ায় তাই 'চেরাপুঞ্জি'। আরাবল্লির পাদদেশের এই অঞ্চলে বাদ আদিবাসীদের।

3 / 6
কুচমান- পুষ্কর থেকে ১১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত কুচমান। ১৭৮১ খ্রিস্টাব্দে ঠাকুর জালিম সিং এই জায়গাটি প্রতিষ্ঠা করেন। একটি মাত্র দুর্গকে নিয়ে ছোট্ট গ্রাম কুচমান। পুষ্কর যেমনই পর্যটকদের মধ্যে জনপ্রিয়, তেমনই হাতে গোনা পর্যটকদের কুচমানে।

কুচমান- পুষ্কর থেকে ১১০ কিলোমিটার দূরত্বে অবস্থিত কুচমান। ১৭৮১ খ্রিস্টাব্দে ঠাকুর জালিম সিং এই জায়গাটি প্রতিষ্ঠা করেন। একটি মাত্র দুর্গকে নিয়ে ছোট্ট গ্রাম কুচমান। পুষ্কর যেমনই পর্যটকদের মধ্যে জনপ্রিয়, তেমনই হাতে গোনা পর্যটকদের কুচমানে।

4 / 6
মহনসার- রাজস্থানের শেখওয়াবতী অঞ্চলের একটি গ্রাম। এটি পর্যটকদের মধ্যে খুব একটা জনপ্রিয় নয়। তবে এই অঞ্চলের শিল্পকার্য‌, ভাস্কর্য এবং ইতিহাস আপনাকে এর ফ্যান করে তুলতে বাধ্য। এই জায়গাটিও ১৭৬৮ সালে প্রতিষ্ঠিত।

মহনসার- রাজস্থানের শেখওয়াবতী অঞ্চলের একটি গ্রাম। এটি পর্যটকদের মধ্যে খুব একটা জনপ্রিয় নয়। তবে এই অঞ্চলের শিল্পকার্য‌, ভাস্কর্য এবং ইতিহাস আপনাকে এর ফ্যান করে তুলতে বাধ্য। এই জায়গাটিও ১৭৬৮ সালে প্রতিষ্ঠিত।

5 / 6
রাওলা নরলাই- রাজপুত ভাস্কর্যের অন্যতম নিদর্শন রাওলা নরলাই। রাজস্থানের 'জনপ্রিয়' অফবিট ডেস্টিনেশন এটি। দক্ষিণ রাজস্থানে অবস্থিত, এটি ১৭ শতকের একটি দুর্গ যা ৩৫০ ফুট উঁচু পাথরের নিচে অবস্থিত। আর এই সৌন্দর্যের টানের স্থানীয় পর্যটকেরা ভিড় করে এখানে।

রাওলা নরলাই- রাজপুত ভাস্কর্যের অন্যতম নিদর্শন রাওলা নরলাই। রাজস্থানের 'জনপ্রিয়' অফবিট ডেস্টিনেশন এটি। দক্ষিণ রাজস্থানে অবস্থিত, এটি ১৭ শতকের একটি দুর্গ যা ৩৫০ ফুট উঁচু পাথরের নিচে অবস্থিত। আর এই সৌন্দর্যের টানের স্থানীয় পর্যটকেরা ভিড় করে এখানে।

6 / 6