Indian Food: ভারতের এই ৬ খাবারের সঙ্গে পুরাণের কোনও না কোনও সম্পর্ক পাবেন আপনি!
ভারতীয় পৌরাণিক কাহিনীতে বেশ কিছু আশ্চর্য বিষয় রয়েছে। ৩৩ কোটি দেব-দেবীর দেশ, ভারতের পৌরাণিক কাহিনীর সঙ্গে জুড়ে রয়েছে একাধিক খাবারের গল্প। সাহিত্যে বর্ণনা করা হয়েছে যে হনুমান বা বানর দেবতা সূর্যকে খাচ্ছেন, এটিকে ডালিম ভেবেছিলেন এবং অন্যরা বলেছেন যে দেবী দুর্গা অসুর মহিষাসুরকে হত্যা করার আগে মধু পান করেছিলেন। এখানে কয়েকটি খাবারের একটি তালিকা রয়েছে যা আমাদের সংস্কৃতিতে বেশ প্রভাব ফেলে...