Aloe Vera Benefits: শীতকালে ম্যাজিক চান? চুল ও ত্বকের হাল ফেরাতে এইভাবে ব্যবহার করুন অ্যালোভেরা
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Dec 07, 2022 | 9:30 AM
Winter Care Tips: প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে ত্বকের পরিচর্চার জন্য অ্যালোভেরার কোনও বিকল্প হতে পারে না। ব্রণ, বলিরেখার সমস্যা এড়াতে এই ভেষজ উপাদান ব্যবহার করা যায়। এর গুণের বহর দেখলে অবাক হতে হয়।
1 / 8
শীতকালে ত্বককে ময়েশ্চারাইজড করতে অনেক পণ্য ব্যবহার করছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না? ঠান্ডা আবহাওয়ায় চামড়া খসখসে, টান টান হয়ে পড়ে। এই সমস্যা রোজকার। তাই দুরন্ত ময়েশ্চারাইজার হিসেবে অ্যালোভেরা ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে ত্বকের পরিচর্চার জন্য অ্যালোভেরার কোনও বিকল্প হতে পারে না। ব্রণ, বলিরেখার সমস্যা এড়াতে এই ভেষজ উপাদান ব্যবহার করা যায়। এর গুণের বহর দেখলে অবাক হতে হয়।
2 / 8
ত্বকের ময়েশ্চারাইজেশন থেকে চুলের গ্রোথ বৃদ্ধি, বিভিন্ন বোগের প্রাকৃতিক প্রতিকার হিসেবে অ্যালোভেরার রস বা জেল ব্যবহার করা হয়। এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরির বৈশিষ্ট্য, যা ত্বকের ফুসকুড়ি, ব্রণ, ছোটখাটো কাটা-ছেড়া, ক্ষত নিরাময়ের জন্যও অত্যন্ত উপকারী। মৃত ত্বকের কোষগুলিকে নির্মূল করে ত্বককে মসৃণ ও গভীরভাবে পরিস্কার করতে সাহায্য করে। ফাইনলাইনস ও বলিরেখার মতো বার্ধক্যজনিত লক্ষণগুলিকে সমূলে নির্মূল করতে সাহায্য করে।
3 / 8
শুষ্ক ত্বকের পুষ্টি যোগায়: এতে রয়েছে প্রচুর পরিমাণে তরল উপাদান. যার ফলে শুষ্ক ত্বককে আগের মতো সজীব ও সক্রিয় করে তুলতে সাহায্য করে। এই ধরনের পুষ্টিগুণের জন্য ত্বকের অন্যান্য সমস্যাগুলির সমাধানের জন্য এই প্রাকৃতিক উপাদানই যথেষ্ট। ত্বককে দ্রুত ও অনেকক্ষণ ধরে হাইড্রেট রাখার জন্য সরাসরি অ্যালোভেরা জেল প্রয়োগ করতে পারেন।
4 / 8
কালো দাগ ও দাগ নিরাময় করতে সাহায্য করে: অ্যালোভেরায় রয়েছে অ্যাস্ট্রিনজেন্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলির কারণে কালো ছোপ উঠে যায় অতিসহজে। ত্বককে পুরোপুরি দাগমুক্ত করে ও মসৃণ করতে অ্যালোভেরার জেলের কোনও জুড়ি নেই।
5 / 8
উজ্জ্বল ত্বক: কোরিয়ানদের মতন গ্লাস স্কিন যদি চান তাহলে রোজ অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন। আইস কিউবের মত যদি ত্বকের উপর প্রয়োগ করেন, তাহলে ত্বক হবে ঝকঝকে ও উজ্জ্বল। প্রাকৃতিকভাবে ত্বকের আভা বৃদ্ধি করতে ঘরেই বানান অ্যালোভেরা জেল কিউব। ত্বকের জ্বালাপোড়া প্রশমিত করতে সপ্তাহে অন্তত দুবার এটি ব্যবহার করতে পারেন।
6 / 8
ব্রণ-মুক্ত ত্বক: ব্রণ-প্রবণ ত্বক হলে বার বার অ্যালোভেরার ব্যবহারে স্বস্তি পেতে পারেন। এতে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য থাকায় ত্বকে থাকা ব্যাকটেরিয়া অপসারণ করতে সহায়তা করে। অ্যালোভেলা যেমন সহজলোভ্য তেমনি ব্যবহার করাও সহজ।
7 / 8
চকচকে এবং নরম চুল: রুক্ষ এবং শুষ্ক চুলের সমস্যা থেকে মুক্তি পেতে অ্যালোভেরার জেল প্রয়োগ করতে পারেন। এতে প্রোটিওলাইটিক এনজাইম থাকায় মাথার ত্বকের মৃত ত্বককে পুনর্গঠন করতে সাহায্য করে। রক্ত সঞ্চালন স্বাভাবিক রেখে নতুন চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে।
8 / 8
খুশকির সমস্যা: এতে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ভাইরাল গুণ। তাই মাথার ত্বকে পুষ্টি জোগাতে এবং খুশকির সমস্যা কমাতে সাহায্য করে। খুশকি এবং চুলের ক্ষতির চিকিত্সার জন্য তৈরি অ্যালো-মেথি মাস্ক তৈরি করে ট্রাই করতে পারেন।