Lung Disease: এই লক্ষণগুলো এড়িয়ে যাবেন না; হতে পারে আপনার ফুসফুসে বাসা বাঁধছে কোনও মারণ রোগ
করোনাকালে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে স্বাস্থ্য নিয়ে। বিশেষত ফুসফুসকে ভাল রাখতে একাধিক সচেতনতা গ্রহণ করেছে। আর এখন শীতের সময়, পাল্লা দিয়ে বেড়ে চলেছে দূষণ। এই দূষণ নিশ্চুপে ক্ষতি করছে আমাদের ফুসফুসের। এছাড়াও ধূমপান ও টোব্যাকো সেবনের কারণেও ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। তাই কোনও মারণ রোগ শরীরে বাসা বাঁধার আগেই ফুসফুসের রোগের উপসর্গগুলো চিনে নিন...