নয়া দিল্লি: দিওয়ালি সময় থেকেই দেশের অনেক বড় শহরেই দূষণের মাত্রা খুব খারাপ জায়গাতে পৌঁছে ছিল। তিনদিন পরেই রাজধানী দিল্লিতে দূষণের মাত্রার কমলেও দিল্লির বায়ু দূষণের পরিস্থিতি এখনও দুশ্চিন্তার কারণ রয়েছে। সাধারণত দূষণের মাত্রা এয়ার কোয়ালিটি ইনডেক্স বা AQI দিয়ে মাপা হয়ে থাকে। AQI এর মাত্রা যত বেশি বায়ু দূষণের পরিমাণও ততটাই বেশি। যে ৫ টি শহরে বায়ু দূষণ সর্বাধিক সবকটিই উত্তর প্রদেশে অবস্থিত। পাশাপাশি দেশের দূষিত শহরগুলির মধ্যে প্রথম দশেই উত্তর প্রদেশের ৮ শহর। এক নজরে দেখে নেওয়া যাক দূষণের বিচারে প্রথম দশে রয়েছে কোন কোন শহর...
১) তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত বৃন্দাবনে দূষণ সর্বাধিক। AQI: ৪৭৭
২) আগ্রা রয়েছে দ্বিতীয় স্থানে। AQI: ৪৬৯
৩) তৃতীয় স্থানে রয়েছে গাজ়িয়াবাদ। AQI: ৪৩২
৪) চতুর্থ স্থানে রয়েছে কানপুর। AQI: ৪৩০
৫) পঞ্চম স্থানে রয়েছে হাপুর। AQI: ৪২২
৬) ষষ্ঠ স্থানে রয়েছে বাঘপত। AQI: ৪১৫
৭) সপ্তম স্থানে রয়েছে হরিয়ানার জিন্দ। AQI: ৪১৫
৮) অষ্টম স্থানে রয়েছে বল্লবগড়। AQI: ৪১৪
৯) নবম স্থানে রয়েছে নয়ডা। AQI: ৪০৭
১০) দশম স্থানে রয়েছে বুলন্দশাহর। AQI: ৪০৬