
সুন্দরবনে শুরু বাঘ গণনার কাজ

রাজস্থানের রণথম্বোর টাইগার রিজার্ভ- একসময় এই এলাকা জয়পুরের মহারাজাদের শিকারের প্রিয় জায়গা ছিল এই রণথম্বোর। পরবর্তীকালে সুবিশাল এলাকা নিয়ে এই টাইগার রিজার্ভ তৈরি হয়। মূলত বেঙ্গল টাইগারই দেখা যায় এখানে। রণথম্বোর টাইগার রিজার্ভের ভিতরে ছিল তিনটি লেক- পদম তালাও, রাজ তালাও এবং মানিক তালাও।

উত্তরাখণ্ডের জিম করবেট টাইগার রিজার্ভ- ১৯৩৬ সালে ৫০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে হিমালয়ের পাদদেশে তৈরি হয়েছিল এই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। ভারতের অন্যতম জনপ্রিয় টাইগার রিজার্ভ এটি। রয়েছে জঙ্গল সাফারির ব্যবস্থা। জিপের পাশাপাশি হাতির পিঠে চড়েও ঘুরে দেখতে পারেন আপনি। রোমাঞ্চকর ট্রেকের বন্দোবস্তও রয়েছে জিম করএবট টাইগার রিজার্ভে।

মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভ- ৮২০ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই টাইগার রিজার্ভ। সবচেয়ে বেশি সংখ্যক রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় বান্ধগড়ের এই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রেই।

অন্ধ্রপ্রদেশের নাগার্জুনসাগর-শ্রীশৈলম টাইগার রিজার্ভ- ৩৭২৮ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এই টাইগার রিজার্ভ ভারতের লার্জেস্ট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। ১৯৮৩ সালে তৈরি হয়েছিল এই টাইগার রিজার্ভ।

পেরিয়ার টাইগার রিজার্ভ, কেরল- বেঙ্গল টাইগারের পাশাপাশি সাদা বাঘও রয়েছে কেরলের এই টাইগার রিজার্ভে। ৭৭৭ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।

বন্দিপুর টাইগার রিজার্ভ, কর্নাটক- দক্ষিণের রাজ্যের এই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভগুলির মধ্যে অন্যতম। রয়েছে জিপে চড়ে জঙ্গল সাফারির ব্যাবস্থা।

সুন্দরবনে শুরু বাঘ গণনার কাজ (প্রতীকী ছবি)