India vs England: টিম ইন্ডিয়ার অন্দরে অভিমন্যু ঈশ্বরণের ব্যাটিং নিয়ে প্রশ্ন

ভারতের তারকা ওপেনার শুভমন গিল (Shubman Gill) চোটের কারণে ইংল্যান্ড (England) সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই তাঁর পরিবর্ত ওপেনার কে হবেন, সেই নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে শ্রীলঙ্কা সফরে থাকা পৃথ্বী শ ও দেবদত্ত পাড়িক্কালকেও ওপেনার হিসেবে চাওয়া হয়েছিল। যদিও নির্বাচকরা সেই আবেদন খারিজ করে দিয়েছেন। এখন প্রশ্ন উঠছে বাংলার রঞ্জি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের (Abhimanyu Easwaran) ব্যাটিংয়ে ধরণ নিয়ে।

| Edited By: | Updated on: Jul 08, 2021 | 9:57 PM
জো রুটদের বিরুদ্ধে ৪ অগস্ট থেকে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবেন বিরাট কোহলিরা। তার আগে টিম ইন্ডিয়ার অন্দরমহলে জোর চর্চায় এখন শুভমন গিলের পরিবর্তে কে ওপেনার হবেন। ইংল্যান্ডে মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুলের পাশাপাশি রিজার্ভ ওপেনার হিসেবে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। তা সত্ত্বেও বিরাটরা গিলের জায়গায় পৃথ্বী শ ও দেবদত্ত পাড়িক্কালকে ডেকেছিল। কিন্তু প্রধান নির্বাচক চেতন শর্মা মনে করেন, দলে তিনজন অতিরিক্ত ওপেনার থাকাকালীন পৃথ্বী-দেবদত্তকে পাঠানোর প্রয়োজন নেই।

জো রুটদের বিরুদ্ধে ৪ অগস্ট থেকে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবেন বিরাট কোহলিরা। তার আগে টিম ইন্ডিয়ার অন্দরমহলে জোর চর্চায় এখন শুভমন গিলের পরিবর্তে কে ওপেনার হবেন। ইংল্যান্ডে মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুলের পাশাপাশি রিজার্ভ ওপেনার হিসেবে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। তা সত্ত্বেও বিরাটরা গিলের জায়গায় পৃথ্বী শ ও দেবদত্ত পাড়িক্কালকে ডেকেছিল। কিন্তু প্রধান নির্বাচক চেতন শর্মা মনে করেন, দলে তিনজন অতিরিক্ত ওপেনার থাকাকালীন পৃথ্বী-দেবদত্তকে পাঠানোর প্রয়োজন নেই।

1 / 5
সূত্রের খবর অনুযায়ী, টিম ম্যানেজমেন্ট অভিমন্যু ঈশ্বরণের ব্যাটিংয়ের ধরণ নিয়ে খুশি নয়। তাদের দাবি ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো কৌশল নেই বাংলার এই ক্রিকেটারের হাতে। এমনকি শোনা গেছে ট্রেনিংয়ের সময় টিম ইন্ডিয়ার থ্রোডাউন স্পেশালিস্ট রাঘবেন্দ্রকে সামলাতে পারেননি অভিমন্যু। তাই টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী, বিরাট কোহলি ও টিম ম্যানেজমেন্ট মনে করছে, এখনও টেস্টের জন্য তৈরি নন বাংলার ক্রিকেটার।

সূত্রের খবর অনুযায়ী, টিম ম্যানেজমেন্ট অভিমন্যু ঈশ্বরণের ব্যাটিংয়ের ধরণ নিয়ে খুশি নয়। তাদের দাবি ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো কৌশল নেই বাংলার এই ক্রিকেটারের হাতে। এমনকি শোনা গেছে ট্রেনিংয়ের সময় টিম ইন্ডিয়ার থ্রোডাউন স্পেশালিস্ট রাঘবেন্দ্রকে সামলাতে পারেননি অভিমন্যু। তাই টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী, বিরাট কোহলি ও টিম ম্যানেজমেন্ট মনে করছে, এখনও টেস্টের জন্য তৈরি নন বাংলার ক্রিকেটার।

2 / 5
অভিমন্যু ঈশ্বরণের কেরিয়ারের দিকে তাকালে দেখা যায়, তিনি এখনও পর্যন্ত ২০টি সেঞ্চুরি করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩টি, লিস্ট 'এ' ছ'টি এবং টি-২০-তে একটি সেঞ্চুরি রয়েছে। ২৫ বছরের এই ক্রিকেটার বাংলার রঞ্জি দলের অধিনায়ক। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৪৩.৫৭ গড়ে ৪৪০১ রান করেছেন। লিস্ট 'এ'-তে ৪৮.৭২ গড়ে ২৮৭৫ রান করেছেন। টি-২০ ক্রিকেটে ৩৩.৬৪ গড়ে ৪৭১ রান করেছেন।

অভিমন্যু ঈশ্বরণের কেরিয়ারের দিকে তাকালে দেখা যায়, তিনি এখনও পর্যন্ত ২০টি সেঞ্চুরি করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩টি, লিস্ট 'এ' ছ'টি এবং টি-২০-তে একটি সেঞ্চুরি রয়েছে। ২৫ বছরের এই ক্রিকেটার বাংলার রঞ্জি দলের অধিনায়ক। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ৪৩.৫৭ গড়ে ৪৪০১ রান করেছেন। লিস্ট 'এ'-তে ৪৮.৭২ গড়ে ২৮৭৫ রান করেছেন। টি-২০ ক্রিকেটে ৩৩.৬৪ গড়ে ৪৭১ রান করেছেন।

3 / 5
 ১৮ বছর বয়সে অভিমন্য ঈশ্বরণের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। খুব তাড়াতাড়ি তিনি সফল হতে থাকেন। ২৩ বছর বয়সেই বাংলার রঞ্জি দলের অধিনায়ক হন। রঞ্জি ট্রফির গত মরসুমে তাঁর নেতৃত্বেই বাংলা ফাইনালে পৌঁছেছিল। তবে সৌরাষ্ট্রের কাছে থামতে হয় তাঁদের। তবে গত ২-৩ বছরে অভিমন্যুর নাম নিয়ে বারবার আলোচনা হয়েছে। দীর্ঘ ফর্ম্যাটে তাঁর দুরন্ত ইনিংসের জন্য ডানহাতি ব্যাটসম্যান প্রচুর খ্যাতি অর্জন করেন।

১৮ বছর বয়সে অভিমন্য ঈশ্বরণের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। খুব তাড়াতাড়ি তিনি সফল হতে থাকেন। ২৩ বছর বয়সেই বাংলার রঞ্জি দলের অধিনায়ক হন। রঞ্জি ট্রফির গত মরসুমে তাঁর নেতৃত্বেই বাংলা ফাইনালে পৌঁছেছিল। তবে সৌরাষ্ট্রের কাছে থামতে হয় তাঁদের। তবে গত ২-৩ বছরে অভিমন্যুর নাম নিয়ে বারবার আলোচনা হয়েছে। দীর্ঘ ফর্ম্যাটে তাঁর দুরন্ত ইনিংসের জন্য ডানহাতি ব্যাটসম্যান প্রচুর খ্যাতি অর্জন করেন।

4 / 5
অভিমন্যু ঈশ্বরণ রঞ্জি ট্রফির ২০১৮-১৯ মরসুমে বাংলার হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। তিনি মাত্র ৬ ম্যাচে ৮৬১ রান করেছিলেন। ওই সময়ে, তাঁর গড় ৯৫-এরও বেশি ছিল এবং তার ব্যাট থেকে ৩টি সেঞ্চুরিও এসেছিল। তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য তিনি টিম ইন্ডিয়ার 'এ' দলের অংশও হয়েছিলেন এবং এখানেও বেশ কিছু দুর্দান্ত ইনিংস খেলেছেন। রাহুল দ্রাবিড়ের কাছ থেকে পরামর্শও নিয়েছিলেন তিনি। এর পরে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হোম টেস্ট সিরিজে তাকে টিম ইন্ডিয়ার সাথেও রাখা হয়েছিল। এখন ইংল্যান্ড সফরও একই কারণে নেওয়া হয়েছিল। তবে টিম ম্যানেজমেন্ট তাঁকে এখন খেলাতে তৈরি নয়।

অভিমন্যু ঈশ্বরণ রঞ্জি ট্রফির ২০১৮-১৯ মরসুমে বাংলার হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান। তিনি মাত্র ৬ ম্যাচে ৮৬১ রান করেছিলেন। ওই সময়ে, তাঁর গড় ৯৫-এরও বেশি ছিল এবং তার ব্যাট থেকে ৩টি সেঞ্চুরিও এসেছিল। তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য তিনি টিম ইন্ডিয়ার 'এ' দলের অংশও হয়েছিলেন এবং এখানেও বেশ কিছু দুর্দান্ত ইনিংস খেলেছেন। রাহুল দ্রাবিড়ের কাছ থেকে পরামর্শও নিয়েছিলেন তিনি। এর পরে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হোম টেস্ট সিরিজে তাকে টিম ইন্ডিয়ার সাথেও রাখা হয়েছিল। এখন ইংল্যান্ড সফরও একই কারণে নেওয়া হয়েছিল। তবে টিম ম্যানেজমেন্ট তাঁকে এখন খেলাতে তৈরি নয়।

5 / 5
Follow Us: