CWG 2022: কমনওয়েলথ গেমসে বড় দুর্ঘটনা, বাতিল ইভেন্ট

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 01, 2022 | 10:00 AM

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Birmingham Commonwealth Games 2022) দুর্ঘটনা। রবিবার লি ভ্যালি ভেলোপার্কে সাইক্লিং ইভেন্টের সময় দুর্ঘটনায় কবলে পড়লেন ইংল্যান্ডের সাইক্লিস্ট ম্যাট ওয়ালস। দুর্ঘটনায় আহত হন তিন সাইক্লিস্ট। রক্ষা পাননি দর্শকরাও। এই দুর্ঘটনার জেরে বাতিল হয়ে যায় ইভেন্ট।

1 / 5
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Birmingham Commonwealth Games 2022) দুর্ঘটনা। রবিবার লি ভ্যালি ভেলোপার্কে সাইক্লিং ইভেন্টের সময় দুর্ঘটনায় কবলে পড়লেন ইংল্যান্ডের সাইক্লিস্ট ম্যাট ওয়ালস। (ছবি-টুইটার)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Birmingham Commonwealth Games 2022) দুর্ঘটনা। রবিবার লি ভ্যালি ভেলোপার্কে সাইক্লিং ইভেন্টের সময় দুর্ঘটনায় কবলে পড়লেন ইংল্যান্ডের সাইক্লিস্ট ম্যাট ওয়ালস। (ছবি-টুইটার)

2 / 5
ওই দুর্ঘটনায় আহত হন মোট তিনজন সাইক্লিস্ট। এবং শুধু তাই নয়। রক্ষা পাননি দর্শকরাও। দুইজন দর্শকও আহত হন। তিন সাইক্লিস্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আহত হওয়া দুই দর্শককে হাসপাতালে নিয়ে যেতে হয়নি। মেডিক্যাল টিম স্টেডিয়ামেই তাঁদের ট্রিটমেন্ট করেন। (ছবি-এএফপি)

ওই দুর্ঘটনায় আহত হন মোট তিনজন সাইক্লিস্ট। এবং শুধু তাই নয়। রক্ষা পাননি দর্শকরাও। দুইজন দর্শকও আহত হন। তিন সাইক্লিস্টকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আহত হওয়া দুই দর্শককে হাসপাতালে নিয়ে যেতে হয়নি। মেডিক্যাল টিম স্টেডিয়ামেই তাঁদের ট্রিটমেন্ট করেন। (ছবি-এএফপি)

3 / 5
তবে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইংল্যান্ডের সাইক্লিস্ট ম্যাট ওয়ালস (Matt Walls)। অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ৪০ মিনিট ধরে চিকিৎসা করেন মেডিক্যাল টিমের সদস্যরা। (ছবি-এএফপি)

তবে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইংল্যান্ডের সাইক্লিস্ট ম্যাট ওয়ালস (Matt Walls)। অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ৪০ মিনিট ধরে চিকিৎসা করেন মেডিক্যাল টিমের সদস্যরা। (ছবি-এএফপি)

4 / 5
গুরুতর চোট পাওয়ার পরও প্রাণে বেঁচে গিয়েছেন ইংল্যান্ডের ওই সাইক্লিস্ট। সন্ধ্যেবেলায় ম্যাট ওয়ালসকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। (ছবি-এএফপি)

গুরুতর চোট পাওয়ার পরও প্রাণে বেঁচে গিয়েছেন ইংল্যান্ডের ওই সাইক্লিস্ট। সন্ধ্যেবেলায় ম্যাট ওয়ালসকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। (ছবি-এএফপি)

5 / 5
এই দুর্ঘটনার পর টিম ইংল্যান্ড টুইটারে লিখেছে, "পুরুষদের স্ক্র্যাচ রেসে সাইক্লিংয়ে একটি দুর্ঘটনার পরে, ম্যাট ওয়ালসকে সতর্কতামূলক পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত রাইডার এবং দর্শকদের জন্য আমাদের শুভকামনা জানাই এবং আরও আপডেট পেলেই আমরা তা সকলকে জানাব।" (ছবি- বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)

এই দুর্ঘটনার পর টিম ইংল্যান্ড টুইটারে লিখেছে, "পুরুষদের স্ক্র্যাচ রেসে সাইক্লিংয়ে একটি দুর্ঘটনার পরে, ম্যাট ওয়ালসকে সতর্কতামূলক পরীক্ষা করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত রাইডার এবং দর্শকদের জন্য আমাদের শুভকামনা জানাই এবং আরও আপডেট পেলেই আমরা তা সকলকে জানাব।" (ছবি- বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ওয়েবসাইট)

Next Photo Gallery