আসানসোল: পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন একই পরিবারের ৫ জন। মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার গোবিন্দপুর থানার কালাডিহি মোড়ের কাছে। আসানসোলে আত্মীয়ের বাড়িতে আসার পথে এই দুর্ঘটনা হয়।
1 / 5
দুর্ঘটনায় মৃত্যু হয় বিহারের রামগড়ের বাসিন্দা সাকিল আহমেদ, তাঁর স্ত্রী রবীনা খাতুন, ছেলে ওয়াসিম আক্রম, পুত্রবধূ খালিদা ফিরদৌস ও নাতি আহিল আহমেদের। ঘটনায় শোকের ছায়া এলাকায়।
2 / 5
মৃত সাকিলের স্ত্রী রবিনা খাতুনের বাপের বাড়ি বার্নপুরের নিমতলা এলাকায়। মঙ্গলবার রবিনা দেবী তাঁর স্বামী, ছেলে, বউমা ও তিন বছরের নাতিকে নিয়ে আসানসোলে একটি বিয়ের অনুষ্ঠানে আসছিলেন। আগামী ২৫ ও ২৭ তারিখ রবিনা খাতুনের জেঠতুতো ভাইদের বিয়ে। ওই বিয়ে বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতেই তাঁরা আসছিলেন বিহার থেকে। তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন গোটা পরিবার।
3 / 5
জানা গিয়েছে, গতির কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ওই গাড়ির গতি এতটাই ছিল যে, সেতুর উপর থেকে গাড়িটি প্রায় একশো ফুট দূরে ষাট ফুট গভীর গর্তে পড়ে যায়। সকালে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি বলে পুলিশের অনুমান। ঘটনায় শোকের ছায়া নেমে আসে বার্নপুর এলাকায়।
4 / 5
বার্নপুরে পরিবারের এক সদস্য জানান, বিয়ে বাড়িতে আসার পথে পরিবারের ৫ সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়েছে। থানা সূত্রে খবর পান তাঁরা। বিয়ের আগে এমন ঘটনায় শোকস্তব্ধ বার্নপুরের ওই পরিবার। থমথমে পরিবেশ সেখানে।