CWG 2022 : মীরাবাঈয়ের সোনালি মুহূর্ত

Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমস গোল্ড কোস্টে সোনা। টোকিও অলিম্পিকে রুপো। এবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসেও সোনার পদক। তাঁর উপর ভারতবাসীর যে প্রত্যাশা ছিল, পূরণ করেছেন। কমনওয়েলথ গেমসে টানা দু-বার সোনার পদক। বার্মিংহ্যাম গেমসে তাঁর কিছু সোনালী মুহূর্ত ছবিতে...

| Edited By: | Updated on: Jul 31, 2022 | 8:45 AM
ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে নেমেছিলেন মীরাবাঈ চানু। স্ন্যাচ ইভেন্টে কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়েন। (ছবি : পিটিআই)

ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে নেমেছিলেন মীরাবাঈ চানু। স্ন্যাচ ইভেন্টে কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়েন। (ছবি : পিটিআই)

1 / 5
লক্ষ্য বড় হচ্ছে। প্রতিটি প্রতিযোগিতায় নিজেকেই ছাপিয়ে যাচ্ছেন মীরাবাঈ। (ছবি : পিটিআই)

লক্ষ্য বড় হচ্ছে। প্রতিটি প্রতিযোগিতায় নিজেকেই ছাপিয়ে যাচ্ছেন মীরাবাঈ। (ছবি : পিটিআই)

2 / 5
উচ্চ যেথা শির...। সোনার পদক জয়ের পর অভিব্যক্তিতে যেন এটাই বোঝানোর চেষ্টা করলেন মীরাবাঈ। (ছবি : পিটিআই)

উচ্চ যেথা শির...। সোনার পদক জয়ের পর অভিব্যক্তিতে যেন এটাই বোঝানোর চেষ্টা করলেন মীরাবাঈ। (ছবি : পিটিআই)

3 / 5
স্ন্যাচে ৮৮ কেজি তোলেন মীরা। ক্লিন অ্যান্ড জার্কে ১১৩ কেজি। সব মিলিয়ে ২০১ কেজি। (ছবি : পিটিআই)

স্ন্যাচে ৮৮ কেজি তোলেন মীরা। ক্লিন অ্যান্ড জার্কে ১১৩ কেজি। সব মিলিয়ে ২০১ কেজি। (ছবি : পিটিআই)

4 / 5
কমনওয়েলথ গেমসে সবমিলিয়ে তৃতীয় পদক মীরাবাঈয়ের। ২০১৪ গ্লাসগো গেমসে রুপো পেয়েছিলেন। (ছবি : পিটিআই)

কমনওয়েলথ গেমসে সবমিলিয়ে তৃতীয় পদক মীরাবাঈয়ের। ২০১৪ গ্লাসগো গেমসে রুপো পেয়েছিলেন। (ছবি : পিটিআই)

5 / 5
Follow Us: