অবশেষে নন্দনে পা রাখলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখার মুখের হাসি তাঁর প্রশান্তির কথা বলে দিচ্ছে। ৪ অগস্ট নন্দনের প্রেক্ষাগৃহ তিনে দেখানো হয়েছে শ্রীলেখা প্রযোজিত এবং পরিচালিত ছবি 'এবং ছাদ'।
1 / 7
সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে শ্রীলেখার এই ছবিটি। জুরিরা এসেছিলেন ছবি দেখতে। সেখানে শ্রীলেখা উপস্থিত ছিলেন তাঁর কাস্ট এবং ক্রুদের নিয়ে।
2 / 7
সন্ধ্যা ০৬.৩০টার সময় প্রদর্শিত হল 'এবং ছাদ'। এর আগে বেঙ্গালুরু ও ঔরঙ্গাবাদের উৎসবে স্ক্রিনিং হয়েছে ছবিটি। সেরা ছবি ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছে ছবিটি।
3 / 7
ছবিতে অভিনয় করেছে এই খুদে। স্ক্রিনিংয়ে সে ছিল বিস্মিত।
4 / 7
ছবিটির কেন্দ্রে রয়েছে ছাদ। এর জন্য উত্তর কলকাতার একাধিক ছাদে রেইকি করেছিলেন শ্রীলেখা। টানা দু'দিন চলেছিল শুটিং পর্ব।
5 / 7
নন্দনে আয়োজিত কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ছিলেন না শ্রীলেখা। আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত এবং তাঁর অভিনীত 'ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা'ও দেখানো হয়নি কিফে।
6 / 7
ফলে অনেকটা অপমানিত শ্রীলেখা তারপর নন্দনমুখী হননি। এবার তিনি গিয়েছিলেন সেখানে। 'এবং ছাদ' তাঁর জন্য নন্দনের দরজা খুলে দিয়েছে।