Sreelekha at Nandan: শেষমেশ নন্দনে শ্রীলেখা, প্রথম পরিচালিত ও প্রযোজিত ছবি ‘এবং ছাদ’ খুলে দিল দরজা

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 05, 2022 | 3:34 PM

Sreelekha Mitra: লম্বা উড়ান দেবে 'এবং ছাদ'। দেশের বাইরের আন্তর্জাতিক লড়াইয়ে নাম লিখিয়েছে শ্রীলেখা পরিচালিত ও প্রযোজিত এই ছবি।

1 / 7
অবশেষে নন্দনে পা রাখলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখার মুখের হাসি তাঁর প্রশান্তির কথা বলে দিচ্ছে। ৪ অগস্ট নন্দনের প্রেক্ষাগৃহ তিনে দেখানো হয়েছে শ্রীলেখা প্রযোজিত এবং পরিচালিত ছবি 'এবং ছাদ'।

অবশেষে নন্দনে পা রাখলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখার মুখের হাসি তাঁর প্রশান্তির কথা বলে দিচ্ছে। ৪ অগস্ট নন্দনের প্রেক্ষাগৃহ তিনে দেখানো হয়েছে শ্রীলেখা প্রযোজিত এবং পরিচালিত ছবি 'এবং ছাদ'।

2 / 7
সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে শ্রীলেখার এই ছবিটি। জুরিরা এসেছিলেন ছবি দেখতে। সেখানে শ্রীলেখা উপস্থিত ছিলেন তাঁর কাস্ট এবং ক্রুদের নিয়ে।

সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে শ্রীলেখার এই ছবিটি। জুরিরা এসেছিলেন ছবি দেখতে। সেখানে শ্রীলেখা উপস্থিত ছিলেন তাঁর কাস্ট এবং ক্রুদের নিয়ে।

3 / 7
সন্ধ্যা ০৬.৩০টার সময় প্রদর্শিত হল 'এবং ছাদ'। এর আগে বেঙ্গালুরু ও ঔরঙ্গাবাদের উৎসবে স্ক্রিনিং হয়েছে ছবিটি। সেরা ছবি ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছে ছবিটি।

সন্ধ্যা ০৬.৩০টার সময় প্রদর্শিত হল 'এবং ছাদ'। এর আগে বেঙ্গালুরু ও ঔরঙ্গাবাদের উৎসবে স্ক্রিনিং হয়েছে ছবিটি। সেরা ছবি ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছে ছবিটি।

4 / 7
ছবিতে অভিনয় করেছে এই খুদে। স্ক্রিনিংয়ে সে ছিল বিস্মিত।

ছবিতে অভিনয় করেছে এই খুদে। স্ক্রিনিংয়ে সে ছিল বিস্মিত।

5 / 7
ছবিটির কেন্দ্রে রয়েছে ছাদ। এর জন্য উত্তর কলকাতার একাধিক ছাদে রেইকি করেছিলেন শ্রীলেখা। টানা দু'দিন চলেছিল শুটিং পর্ব।

ছবিটির কেন্দ্রে রয়েছে ছাদ। এর জন্য উত্তর কলকাতার একাধিক ছাদে রেইকি করেছিলেন শ্রীলেখা। টানা দু'দিন চলেছিল শুটিং পর্ব।

6 / 7
নন্দনে আয়োজিত কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ছিলেন না শ্রীলেখা। আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত এবং তাঁর অভিনীত 'ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা'ও দেখানো হয়নি কিফে।

নন্দনে আয়োজিত কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ছিলেন না শ্রীলেখা। আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত এবং তাঁর অভিনীত 'ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা'ও দেখানো হয়নি কিফে।

7 / 7
ফলে অনেকটা অপমানিত শ্রীলেখা তারপর নন্দনমুখী হননি। এবার তিনি গিয়েছিলেন সেখানে। 'এবং ছাদ' তাঁর জন্য নন্দনের দরজা খুলে দিয়েছে।

ফলে অনেকটা অপমানিত শ্রীলেখা তারপর নন্দনমুখী হননি। এবার তিনি গিয়েছিলেন সেখানে। 'এবং ছাদ' তাঁর জন্য নন্দনের দরজা খুলে দিয়েছে।

Next Photo Gallery
Oil Skin Tips: চন্দনের জাদুতেই হবে তৈলাক্ত ত্বকের সব সমস্যার সমাধান
Incredible India: পাহাড় ভালবাসেন? পুজোর ছুটিতে ঘুরে আসুন দেশের এই ৬ অফবিট অপূর্ব সুন্দর জায়গাগুলিতে