কয়েকদিন আগেই হাওড়ায় প্রশাসনিক সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে হলদিয়ার নয়াচরকে মৎস্য হাব তৈরির করার কথা ঘোষণা করেছিলেন তিনি।
সেই কারণে আজ হলদিয়া ফেরিঘাট থেকে নবান্নের প্রতিনিধি দলসহ জেলাশাসক, জেলার পুলিশ সুপার, হলদিয়ার এসডিপিও সহ একাধিক মৎস্যদফতরের আধিকারিকরা নয়াচর ভিজিটের উদ্দ্যেশে রওনা দিলেন।
প্রায় পাঁচ হাজার পাঁচশো মৎস্যজীবী বাস করেন এই দ্বীপটিতে। জানা গিয়েছে, এখনও বিদ্যুৎ, পানীয় জলের সহ একাধিক সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
মুখ্যমন্ত্রীর ঘোষণায় একদিকে যেমন মৎস্য হাব তৈরির উদ্দেশ্যেকে সফল করতে প্রশাসনিক অধিকর্তারা ব্যস্ত।
তেমনিই অন্যদিকে প্রশাসনিক সুযোগ-সুবিধা পাওয়ার আশায় বুক বাঁধছেন নয়াচরের পাঁচ হাজার মানুষ।