ভাই বা বোনকে উপহার হিসেবে ভারতের এমন গন্তব্যের টিকিট দিন, যেখানে শুধু ভ্রমণই নয়, রোমাঞ্চকর অভিজ্ঞতাও সংগ্রহ করতে পারে সে। শৈশবের স্মৃতি পুনরুদ্ধারের জন্যও বোনের সঙ্গী হিসেবে বেড়িয়ে পড়তে পারেন দুজনে।
উত্তরাখণ্ডে ট্রেকিং- পৃথিবী থেকে যে কোনও কাজে সংযোগ বিচ্ছিন্ন করলেও ভাইবোনের সম্পর্ক কখনও ভঙ্গুর হয় না। তাঁদের সম্পর্ককে আরও নতুন রূপ দিতে সাহায্য করবে রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতা। উত্তরাখণ্ডের বহু জায়গা রয়েছে, যেখান থেকে হিমালয়ের যে কোনও চূড়ায় ট্রেকিংয়ের সুযোগ মিলতে পারেন। কিছুদিনের জন্য ট্রেকিং ও ভ্রমণের জন্য উত্তরাখণ্ডের চেয়ে ভাল কোনও জায়গা হতেই পারে না। রূপকুণ্ড ট্রেক, ডোডিতাল লেক, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ট্রেক-সহ আরও অনেক জায়গায় পাহাড়ির প্রাকৃতিক শোভা দেখার সুবর্ণসুযোগ রয়েছে এখানে।
আন্দামান দ্বীপপুঞ্জ- হ্য়াভলক আইল্যান্ড, রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড, নীল দ্বীপ, বারাটাং দ্বীপ ও আরও সুন্দর সুন্দর দ্বীপে ঘুরে সময় কাটাতে পারবেন। ব্যস্ততার কারণ ২ ভাইবোন বছরের একদিনের জন্যও দেখা করতে না পারলে, এমন ট্যুর প্ল্যান করতে পারেন।আদর্শ ছুটি কাটানোর জন্য মোক্ষম জায়গা এই আন্দামান দ্বীপপুঞ্জ।
গোয়ায় বিচ হোপিং- ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে গোয়া অন্যতম। ভাইবোনেদের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য গোয়া হল আদর্শ জায়গা। বোন বা ভাইয়ের পার্টনার হিসেবে গোয়ায় ঘুরতে গেলে যে যে রোমাঞ্চকর অভিজ্ঞতা নিজের ঝুলিতে রাখবেন, সেগুলি ঠিক করে নিন। ক্যান্ডোলিম, অঞ্জনা বিটে স্পিড বোট রাইডিং, প্যারাসাইক্লিংয়ের মতো সমুদ্রের জলে খেলায় লিপ্ত হতে পারেন।
বীর বিলিংয়ে প্যারাগ্লাইডিং- বিশ্বের সেরা প্যারাগ্লাইডিং সাইটগুলির মধ্যে এই এলাকা হল অন্য়তম। প্রতি বছরই এখানে পর্যটকের ভিড় লেগেই থাকে। প্যারাগ্লাইডিংয়ের জন্য বড় উন্মুক্ত জায়গা দরকার, যেখান থেকে মুক্ত পাখির মতো উড়তে সাহায্য করে। রোমাঞ্চকর অভিজ্ঞতার পাশাপাশি বিশেষ সতর্কতাও অবলম্বনও করতে হয়।
স্পিতিতে রোড ট্রিপ- হিমালয়ের কোলে, উঁচু পাহাড়ের শীর্ষে স্পিতিতে রোড ট্রিপের জন্য দুরন্ত আইডিয়া। স্পিতি উপত্যকায় রোড ট্রিপের কথা অনেকেই স্বপ্ন। উঁচু পর্বতের গা বেয়ে পছন্দের বাহন নিয়ে রোড ট্রিপের মজাটাই আলাদা। তবে এই পাহাড়ি এলাকার রাস্তা অত্যন্ত বিপজ্জনক ও ভয়ংকরও বটে।
ঋষিকেশে ওয়াটার স্পোর্টস- ঋষিকেশে উত্তাল নদীর বুকে ওয়াটার স্পোর্টস করার মতো ঝুঁকিপ্রবণ রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে কে না চায়। রাখি বন্ধনের জন্য ভাই বা বোনেক জন্য পারফেক্ট উপহার। রিভার রাফটিং, ক্লিফ জাম্পিং, প্য়ারাসেইলিং, বডি সার্ফিং, ওয়াটারফল ট্রেকিং, ক্যানোইং-সহ আরও অ্যাডভেঞ্চারের সন্ধান রয়েছে।