Bangla News » Photo gallery » After became 7th Asia Cup champion Indian Women's Team's celebration goes viral
Women’s Asia Cup 2022: জয়ের আনন্দে ‘পাগলপারা’, এশিয়া কাপ চ্যাম্পিয়নদের নাচ দেখেছেন?
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Oct 15, 2022 | 6:59 PM
এক নয়, দুই নয়, সাত সাত বার মহিলাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। সিলেটে সপ্তম এশিয়া কাপ ট্রফি হাতে পাওয়ার পরই উচ্ছ্বাসে মাতলেন উইমেন্স ইন ব্লুরা।
Oct 15, 2022 | 6:59 PM
এক নয়, দুই নয়, সাত সাত বার মহিলাদের এশিয়া কাপ (Women’s Asia Cup 2022) চ্যাম্পিয়ন ভারত (India)। সিলেটে সপ্তম এশিয়া কাপ ট্রফি হাতে পাওয়ার পরই উচ্ছ্বাসে মাতলেন উইমেন্স ইন ব্লুরা। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)
1 / 5
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ, শনিবার সপ্তম ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে নেমেছিল ভারত। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)
2 / 5
এই নিয়ে পাঁচ বার শ্রীলঙ্কাকে এশিয়া কাপের ফাইনালে হারাল ভারতের মেয়েরা। আজ, ৮ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)
3 / 5
জয়ের আনন্দে ম্যাচের শেষে, প্রথমে ট্রফি মাঝে রেখে গোল করে দাঁড়িয়ে পোজ দেন উইমেন্স ইন ব্লুরা। এরপর ট্রফি জয়ের আনন্দে জমিয়ে নাচলেন হরমনপ্রীত-স্মৃতিরা। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)
4 / 5
ভারতের তারকা ক্রিকেটার জেমাইমা রডরিগজ তো মাটিতে শুয়ে লুটোপাটি খেলেন। সতীর্থরা তাঁর উপর ছড়িয়ে দিলেন সোনালি-রূপোলি রংয়ের রাংতা। (ছবি-বিসিসিআই উইমেন্স টুইটার)