AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat-Anushka: টেস্টে অবসরের পর ‘নতুন জীবন’ খুঁজতে প্রেমানন্দ মহারাজের কাছে বিরাট, অনুষ্কাকে পাশে নিয়ে কী প্রশ্ন কোহলির?

Virat-Anushka visits Premanand Maharaj: রোহিত শর্মার পর বিরাট কোহলি, ভারতের দুই সুপারস্টার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সোমবার নিজের ইন্সটাগ্রামে কোহলি টেস্টে অবসরের কথা ঘোষণা করেন। সাদা জার্সিকে বিদায় জানানোর পরদিনই স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে বৃন্দাবনে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি।

| Updated on: May 13, 2025 | 2:28 PM
১২ মে দিনটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে বেশ কষ্টের। কারণ, সোমবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিং কোহলি। ইন্সটাগ্রামে কোহলি টেস্ট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। (ছবি-  Bhajan Marg X)

১২ মে দিনটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে বেশ কষ্টের। কারণ, সোমবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিং কোহলি। ইন্সটাগ্রামে কোহলি টেস্ট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন। (ছবি- Bhajan Marg X)

1 / 8
সোমবার অর্থাৎ ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর বিরাট কোহলিকে দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরে। সঙ্গে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মাও। (ছবি-  Bhajan Marg X)

সোমবার অর্থাৎ ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর বিরাট কোহলিকে দেখা গিয়েছিল মুম্বই বিমানবন্দরে। সঙ্গে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মাও। (ছবি- Bhajan Marg X)

2 / 8
বিরাট-অনুষ্কাকে সপ্তাহের প্রথম দিন মুম্বই বিমানবন্দরে দেখে অনেকেই আন্দাজ করেছিলেন সেলেব দম্পতি কোথাও একটা যাচ্ছেন। (ছবি-  Bhajan Marg X)

বিরাট-অনুষ্কাকে সপ্তাহের প্রথম দিন মুম্বই বিমানবন্দরে দেখে অনেকেই আন্দাজ করেছিলেন সেলেব দম্পতি কোথাও একটা যাচ্ছেন। (ছবি- Bhajan Marg X)

3 / 8
মঙ্গলবার মিলল সেই প্রশ্নের উত্তর। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা আজ, ১৩ মে পৌঁছে গিয়েছেন বৃন্দাবনে। (ছবি-  Bhajan Marg X)

মঙ্গলবার মিলল সেই প্রশ্নের উত্তর। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা আজ, ১৩ মে পৌঁছে গিয়েছেন বৃন্দাবনে। (ছবি- Bhajan Marg X)

4 / 8
বৃন্দাবনের জনপ্রিয় গুরু প্রেমানন্দ মহারাজজির আশ্রমে গিয়েছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। অতীতেও বিরুষ্কা একাধিকবার প্রেমানন্দ মহারাজজির শরণে গিয়েছেন। (ছবি-  Bhajan Marg X)

বৃন্দাবনের জনপ্রিয় গুরু প্রেমানন্দ মহারাজজির আশ্রমে গিয়েছিলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। অতীতেও বিরুষ্কা একাধিকবার প্রেমানন্দ মহারাজজির শরণে গিয়েছেন। (ছবি- Bhajan Marg X)

5 / 8
বিরাট কোহলির প্রচুর অনুরাগীরা বলেন, অনুষ্কা শর্মার সংস্পর্শে এসে কোহলির আধ্যাত্মিকতার প্রতি টান বেড়েছে। বিরাট নিজেও একাধিক সময়ে সে কথা স্বীকার করেছেন। (ছবি-  Bhajan Marg X)

বিরাট কোহলির প্রচুর অনুরাগীরা বলেন, অনুষ্কা শর্মার সংস্পর্শে এসে কোহলির আধ্যাত্মিকতার প্রতি টান বেড়েছে। বিরাট নিজেও একাধিক সময়ে সে কথা স্বীকার করেছেন। (ছবি- Bhajan Marg X)

6 / 8
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার একাধিক ছবি ও ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, তাঁরা দু’জন প্রেমানন্দ মহারাজজির সঙ্গে কথা বলছেন। (ছবি-  Bhajan Marg X)

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার একাধিক ছবি ও ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, তাঁরা দু’জন প্রেমানন্দ মহারাজজির সঙ্গে কথা বলছেন। (ছবি- Bhajan Marg X)

7 / 8
টেস্ট ক্রিকেটে বিরাটের দাপট ক্রিকেট প্রেমীদের মনে গাঁথা রয়েছে। গত বছর টি-২০ বিশ্বকাপ জেতার পর বিরাট ও রোহিত টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন। এ বার টেস্ট থেকেও দু’জন অবসর ঘোষণা করেছেন। এ বার বিরাটের সামনে নতুন জীবন। কেমন কাটবে তা, তারই সন্ধানে প্রেমানন্দ মহারাজজির কাছে গিয়েছিলেন বিরাট। মন দিয়ে বিরুষ্কাকে মহারাজজির কথা শুনতে দেখা গিয়েছে। (ছবি-  Bhajan Marg X)

টেস্ট ক্রিকেটে বিরাটের দাপট ক্রিকেট প্রেমীদের মনে গাঁথা রয়েছে। গত বছর টি-২০ বিশ্বকাপ জেতার পর বিরাট ও রোহিত টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন। এ বার টেস্ট থেকেও দু’জন অবসর ঘোষণা করেছেন। এ বার বিরাটের সামনে নতুন জীবন। কেমন কাটবে তা, তারই সন্ধানে প্রেমানন্দ মহারাজজির কাছে গিয়েছিলেন বিরাট। মন দিয়ে বিরুষ্কাকে মহারাজজির কথা শুনতে দেখা গিয়েছে। (ছবি- Bhajan Marg X)

8 / 8
Follow Us: