Bangla News Photo gallery After the release of the teaser of the first produced film Darling, various looks were found for Alia Bhatt
Alia Bhatt-Darling: ‘কাঁকড়ার স্বভাবই কামড়ানো’, নতুন অবতারে আলিয়ার স্বীকারোক্তি
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Jul 06, 2022 | 4:46 AM
Alia Bhatt-Darling: এক এক করে বলিউডের প্রায় সব নায়িকারাই ডিজিটাল মাধ্যমে ডেবিউ করছেন। এবার পালা আলিয়া ভাটের। তাঁর ডেবিউ ছবির ১ মিনিট ৪০ সেকেন্ডের টিজারে ছবির কাহানির এক ঝলক উঠে এল।
1 / 6
মুক্তি পেল আলিয়া ভাট অভিনীত ছবি ‘ডার্লিং’-এর টিজার। বড় পর্দায় নয়, এই ছবিটি তৈরি হয়েছে ওটিটি প্ল্যাটফর্মের জন্য। এই ছবির হাত ধরে ডিজিটাল দুনিয়াতে পা রাখতে চলেছেন আলিয়া। শুধু তাই নয়, এই ছবি দিয়ে প্রযোজনাতেও হাতে খড়ি রণবীরঘরণির। শাহরুখ খানের রেড চিলিজের সঙ্গে সহ প্রযোজক আলিয়া এই ছবিতে।
2 / 6
জসমীত কেরিন পরিচালিত ছবি ‘ডার্লিং’-এর গল্প মা-মেয়েকে নিয়ে। আলিয়ার মায়ের চরিত্রে অভিনয় করছেন শেফালি শাহ। ডার্ক কেমডি ঘরানার ছবি এটি।ছবি গল্পে দেখা যাবে মা-মেয়ে ব্যতিক্রমী পরিস্থিতির মুখোমুখি হন এবং সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও জীবনকে সঠিক করার চেষ্টা করেন।
3 / 6
ছবিতে আলিয়া-শেফালি ছাড়া অভিনয় করেছেন বিজয় বর্মা এবং রোশন ম্যাথিউজ। ১ মিনিট ৪০ সেকেন্ডের টিজারে বিভিন্ন অবতারে পাওয়া গেল আলিয়াকে। কখনও তিনি মা শেফালির সঙ্গে পুলিশ থানায় বসে। আবার সিনেমা হলে পপকর্ন খেতে খেতে সিনেমা দেখছেন আলিয়া।
4 / 6
টিজারের শুরুতে আলিয়াকে বিভিন্ন রকম লুকে দেখা যাওয়ার পাশাপাশি কাঁকড়াবিছে আর ব্যাঙের গল্প বলতে শোনা গেল ভয়েজ ওভারের মাধ্যমে। যেখানে কাঁকড়াবিছের স্বভাব কী তার বর্ণনাও রয়েছে।
5 / 6
সাধারণ থেকে বোল্ড লুকে হাজির নিজের প্রযোজিত ছবির প্রথম দর্শনে আলিয়া। এই বছর আলিয়ার ব্যস্ততার সঙ্গে খুশির খবরের ছড়াছড়ি। বিয়ে, বাচ্চা, হলিউডে ছবি, নিজের প্রথম প্রযোজনা-একের পর এক ঘটনাবহুল জীবন তাঁর।
6 / 6
প্রথমবার তিনি হলিউডের ছবিও করছেন। ‘হার্ট অফ স্টোন’ ছবির শুটিংয়ের ফাঁকে ফাঁকে চলেছে আলিয়ার নিজের ছবির কাজও। ‘ডার্লিং’ ছবির শুটিংয়ের প্রথম দিন থেকে তিনি ভাগ করেছেন বিভিন্ন মুহূর্তের ছবি। আগামী ৫ অগস্ট নেটফ্লিক্সে দেখানো হবে আলিয়া প্রয়োজিত-অভিনীত ডেবিউ ছবি ‘ডার্লিং’।