Bikini Look: আজ নীল রং মিশে গেছে… নীল বিকিনিতে জলকেলি মিস ওয়াটসনের
Heather Watson: উইম্বলডন পর্ব শেষ। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড অবধি পৌঁছেছিলেন ব্রিটিশ টেনিস তারকা হেদার ওয়াটসন। কিন্তু সেখানেই শেষ হয়ে যায় তাঁর সফর। তবে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামের পর, নিজেকে দিন কয়েক কোর্ট ছুটি দিলেন হেদার। মাইকোনোসে দারুণ সময় কাটালেন। কখনও নীল বিকিনিতে নীল জলে আগুন ধরালেন তিনি। তো কখনও আবার হোটেলের ব্যালকনি থেকে গ্ল্যামারাস ছবি দিয়ে ফ্যানেদের মন চুরি করলেন হেদার। আর এ সবের ঝলক তুলে ধরলেন ইন্সটাগ্রামে।
Most Read Stories