Bangla News Photo gallery Ahead of Asia Cup Team India starts warm up at Dubai and there Virat meets Babar Hardik meets Rashid, see photos
Asia Cup 2022: এশিয়া কাপে ভারত-পাক মেগা ম্যাচের আগে বাবরের সঙ্গে দেখা বিরাটের
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Aug 25, 2022 | 9:00 AM
হাতে আর রয়েছে মাত্র ২টো দিন। শনিবার শুরু হচ্ছে এ বারের এশিয়া কাপ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই রয়েছে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান দ্বৈরথ। বাবর আজমদের বিরুদ্ধে সুপার সানডের মেগা ম্যাচে নামার আগে ওয়ার্ম আপ শুরু করল মেন ইন ব্লু। প্রস্তুতিতে নামার আগে আফগান ও পাক ক্রিকেটাদের সঙ্গে দেখা হল কোহলিদের। বিসিসিআইয়ের তরফ থেকে সেই ঝলক তুলে ধরা হয়েছে টুইটারে।
1 / 6
হাতে আর রয়েছে মাত্র ২টো দিন। শনিবার শুরু হচ্ছে এ বারের এশিয়া কাপ (Asia Cup)। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই রয়েছে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান দ্বৈরথ। বাবর আজমদের বিরুদ্ধে সুপার সানডের মেগা ম্যাচে নামার আগে ওয়ার্ম আপ শুরু করল মেন ইন ব্লু। প্রস্তুতিতে নামার আগে আফগান ও পাক ক্রিকেটাদের সঙ্গে দেখা হল কোহলিদের। বিসিসিআইয়ের তরফ থেকে সেই ঝলক তুলে ধরা হয়েছে টুইটারে। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)
2 / 6
ভারত-পাকিস্তান দ্বৈরথে নামার আগে দুবাইতে অনুশীলন শুরু করেছে সব কটি দলই। আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির বেশ কয়েকটি মাঠ পাশাপাশি হওয়ায় সেখানেই প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা হয়েছে ভারতীয় দলের ক্রিকেটারদের। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)
3 / 6
বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের (Babar Azam) সঙ্গে হাত মেলানোর জন্য এগিয়ে আসেন বিরাট কোহলি (Virat Kohli)। শুধু তাই নয়, আফগান তারকা স্পিনারের সঙ্গেও হাসিমুখে কথা বলতে দেখা যায় ভিকেকে। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)
4 / 6
আফগানিস্তানের মহম্মদ নবি, রশিদ খানদের আলিঙ্গন করতে দেখা যায় ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহালকে। এশিয়া কাপে দুই লেগস্পিনার রশিদ-চাহালের লড়াই জমে উঠতে পারে বলেই আশাবাদী ক্রিকেটমহল। একইসঙ্গে রশিদদের সঙ্গে কথা বলতে দেখা যায় ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকেও। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)
5 / 6
২৮ অগস্ট রবিবার, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। ভারত-পাক ম্যাচে টিম ইন্ডিয়ার একাদশে দীনেশ কার্তিক জায়গা পান কিনা বিশেষ নজর থাকবে সেদিকেও। (ছবি-বিসিসিআই টুইটার ভিডিও স্ক্রিনশট)
6 / 6
উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ডের টুইটারে বাবর আজমদের অনুশীলনের ছবি তুলে ধরা হয়েছে। আসন্ন এশিয়া কাপে ভারত পাক ম্যাচে বিশেষ নজর থাকবে বাবর আজম ও মহম্মদ রিজওয়ান জুটির ওপর। (ছবি-পিসিবি টুইটার)