Aishwarya Controversy: পরিবারের মর্যাদা নষ্ট, অভিষেককে ঠকিয়ে বলিউডে ফেরার চেষ্টা ঐশ্বর্যর, সহ্য করতে পারেননি জুনিয়ার বচ্চন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Apr 27, 2022 | 3:22 PM

Aishwarya Rai Bachchan: বচ্চন পরিবারের বউ, তাই কোনও ঘনিষ্ঠদৃশ্যে অভিনয় করা যাবে না, এমনটাই ছিল নির্দেশ। কিন্তু কোথাও গিয়ে যেন সেই ঝুঁকিটা নিতে বাধ্য হয়েছিলেন ঐশ্বর্য বলিউডে ফেরার জন্য।

1 / 6
 বিয়ের পর থেকেই বি-টাউন থেকে মুখ ফিরিয়েছেন ঐশ্বর্য, আদেও কি তাই, কানি বি-টাউন মুখ ফিরিয়েছে তাঁর থেকে। যার ফলে হাতে আসা বড় ছবির প্রস্তাব ফেরাতে তিনি ছিলেন নারাজ।

বিয়ের পর থেকেই বি-টাউন থেকে মুখ ফিরিয়েছেন ঐশ্বর্য, আদেও কি তাই, কানি বি-টাউন মুখ ফিরিয়েছে তাঁর থেকে। যার ফলে হাতে আসা বড় ছবির প্রস্তাব ফেরাতে তিনি ছিলেন নারাজ।

2 / 6
বচ্চন পরিবারের বউ, তাই কোনও ঘনিষ্ঠদৃশ্যে অভিনয় করা যাবে না, এমনটাই ছিল নির্দেশ। কিন্তু কোথাও গিয়ে যেন সেই ঝুঁকিটা নিতে বাধ্য হয়েছিলেন ঐশ্বর্য বলিউডে ফেরার জন্য।

বচ্চন পরিবারের বউ, তাই কোনও ঘনিষ্ঠদৃশ্যে অভিনয় করা যাবে না, এমনটাই ছিল নির্দেশ। কিন্তু কোথাও গিয়ে যেন সেই ঝুঁকিটা নিতে বাধ্য হয়েছিলেন ঐশ্বর্য বলিউডে ফেরার জন্য।

3 / 6
একাধিকবার সেই প্রসঙ্গ ফিরে ফিরে এসেছে নেট দুনিয়ায়। কারণ ঐশ্বর্যের কাছে যখন এই ছবির প্রস্তাব আসে, তখন তিনি স্থির করেছিলেন এই ছবিতে অভিনয় করবেন।

একাধিকবার সেই প্রসঙ্গ ফিরে ফিরে এসেছে নেট দুনিয়ায়। কারণ ঐশ্বর্যের কাছে যখন এই ছবির প্রস্তাব আসে, তখন তিনি স্থির করেছিলেন এই ছবিতে অভিনয় করবেন।

4 / 6
তবে অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির ক্ষেত্রে বেশ কিছু দৃশ্য ছিল, যা মোটেও পছন্দ করত না বচ্চন পরিবার। সবটা বুঝতে পেরেই পুরো গল্প অভিষেককে বলেননি ঐশ্বর্য।

তবে অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির ক্ষেত্রে বেশ কিছু দৃশ্য ছিল, যা মোটেও পছন্দ করত না বচ্চন পরিবার। সবটা বুঝতে পেরেই পুরো গল্প অভিষেককে বলেননি ঐশ্বর্য।

5 / 6
পরবর্তীতে ছবির ট্রেলার সামনে আসার পরই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সমস্তটাই আঁচ করতে পারে বচ্চন পরিবার। আর তবে থেকেই শুরু হয় পরিবারে অশান্তি।

পরবর্তীতে ছবির ট্রেলার সামনে আসার পরই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সমস্তটাই আঁচ করতে পারে বচ্চন পরিবার। আর তবে থেকেই শুরু হয় পরিবারে অশান্তি।

6 / 6
ঐশ্বর্যকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও এক সময় নিতে চলেছিলেন অভিষেক। যদিও সবটা পরে সামলে নিয়েছিলেন তাঁরা পরিবারের কথা ভেবে।

ঐশ্বর্যকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও এক সময় নিতে চলেছিলেন অভিষেক। যদিও সবটা পরে সামলে নিয়েছিলেন তাঁরা পরিবারের কথা ভেবে।

Next Photo Gallery