AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ajinkya Rahane-Radhika Dhopavkar: দেখতে দেখতে রাহানে-রাধিকার ৮ পূরণ…

ছেলেবেলার প্রেম যে পূর্ণতা পায়, তার অন্যতম উদাহরণ টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার। দেখতে দেখতে একসঙ্গে আট বছর কাটিয়ে ফেললেন অজিঙ্ক রাহানে ও তাঁর স্ত্রী রাধিকা ধোপাবকর। আজ তাঁদের অষ্টম বিবাহবার্ষিকী। জিঙ্কস একদিকে নিজের পৃথিবীকে বিবাহবার্ষিকীর বার্তা দিয়েছেন, অন্যদিকে রাহানের জন্য রাধিকাও ইন্সটাগ্রামে লিখেছেন মিষ্টি বার্তা।

| Edited By: | Updated on: Sep 26, 2022 | 5:08 PM
Share
ছেলেবেলার প্রেম যে পূর্ণতা পায়, তার অন্যতম উদাহরণ টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার। দেখতে দেখতে একসঙ্গে আট বছর কাটিয়ে ফেললেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) ও তাঁর স্ত্রী রাধিকা ধোপাবকর (Radhika Dhopavkar)। আজ তাঁদের অষ্টম বিবাহবার্ষিকী। জিঙ্কস একদিকে নিজের পৃথিবীকে বিবাহবার্ষিকীর বার্তা দিয়েছেন, অন্যদিকে রাহানের জন্য রাধিকাও ইন্সটাগ্রামে লিখেছেন মিষ্টি বার্তা।

ছেলেবেলার প্রেম যে পূর্ণতা পায়, তার অন্যতম উদাহরণ টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার। দেখতে দেখতে একসঙ্গে আট বছর কাটিয়ে ফেললেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) ও তাঁর স্ত্রী রাধিকা ধোপাবকর (Radhika Dhopavkar)। আজ তাঁদের অষ্টম বিবাহবার্ষিকী। জিঙ্কস একদিকে নিজের পৃথিবীকে বিবাহবার্ষিকীর বার্তা দিয়েছেন, অন্যদিকে রাহানের জন্য রাধিকাও ইন্সটাগ্রামে লিখেছেন মিষ্টি বার্তা।

1 / 5
 অষ্টম বিবাহবার্ষিকীতে এই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে অজিঙ্ক রাহানে স্ত্রী রাধিকার জন্য লিখেছেন, "হ্যাপি অ্যানিভার্সারি মাই ওয়ার্ল্ড।"

অষ্টম বিবাহবার্ষিকীতে এই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে অজিঙ্ক রাহানে স্ত্রী রাধিকার জন্য লিখেছেন, "হ্যাপি অ্যানিভার্সারি মাই ওয়ার্ল্ড।"

2 / 5
বিয়ের পর, আট বছর একসঙ্গে কাটিয়েছেন রাধিকা-রাহানে। তাঁরা একে অপরকে চিনতেন তারও আগে থেকে। ইন্সটাগ্রাম পোস্টে রাধিকা লেখেন, "আমাদের একসঙ্গে পথ চলার ৮ বছর অজিঙ্কা। আমি তোমাকে তখন থেকে চিনতাম যখন আমার বয়স ১০-১১ বছর। আমার সবচেয়ে ভয়ংকর স্বপ্নেও আমি কখনও কল্পনাও করিনি যে আমরা একদিন বিয়ে করব!! কিন্তু আমার মনে হয়, কিছু জিনিস এমনিই হয়ে যায়!!"

বিয়ের পর, আট বছর একসঙ্গে কাটিয়েছেন রাধিকা-রাহানে। তাঁরা একে অপরকে চিনতেন তারও আগে থেকে। ইন্সটাগ্রাম পোস্টে রাধিকা লেখেন, "আমাদের একসঙ্গে পথ চলার ৮ বছর অজিঙ্কা। আমি তোমাকে তখন থেকে চিনতাম যখন আমার বয়স ১০-১১ বছর। আমার সবচেয়ে ভয়ংকর স্বপ্নেও আমি কখনও কল্পনাও করিনি যে আমরা একদিন বিয়ে করব!! কিন্তু আমার মনে হয়, কিছু জিনিস এমনিই হয়ে যায়!!"

3 / 5
আইপিএলে কেকেআরের হয়ে খেলেন রাহানে। নাইটদের ইন্সটার পক্ষ থেকে রাহানে-রাধিকাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়েছে। ইন্সটাগ্রামে রাধিকার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন মায়াঙ্ক আগরওয়ালের স্ত্রী আশিতা সুদ, ঋদ্ধিমান সাহার স্ত্রী রোমি মিত্র, জসপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন-সহ আরও অনেকে।

আইপিএলে কেকেআরের হয়ে খেলেন রাহানে। নাইটদের ইন্সটার পক্ষ থেকে রাহানে-রাধিকাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়েছে। ইন্সটাগ্রামে রাধিকার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন মায়াঙ্ক আগরওয়ালের স্ত্রী আশিতা সুদ, ঋদ্ধিমান সাহার স্ত্রী রোমি মিত্র, জসপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশন-সহ আরও অনেকে।

4 / 5
২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর গাঁটছড়া বাঁধেন রাহানে ও রাধিকা। ২০১৯ সালের অক্টোবরে তাঁদের প্রথম সন্তান আর্যার জন্ম। পরের মাসেই রাহানে-রাধিকার জীবনে আসতে চলেছে নতুন সদস্য।

২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর গাঁটছড়া বাঁধেন রাহানে ও রাধিকা। ২০১৯ সালের অক্টোবরে তাঁদের প্রথম সন্তান আর্যার জন্ম। পরের মাসেই রাহানে-রাধিকার জীবনে আসতে চলেছে নতুন সদস্য।

5 / 5