Lionel Messi: মেসির জন্য সৌদির দুই ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, রয়েছে বিপুল অঙ্কের চুক্তির প্রস্তাব

Al Hilal-Al Ittihad: আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে (Lionel Messi) দলে নেওয়ার জন্য সৌদি প্রো লিগের দুই ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, সৌদির এক জনপ্রিয় ক্লাব আল হিলাল মেসিকে দলে নেওয়ার জন্য বিপুল অঙ্কের প্রস্তাব দিতে চাইছে। এ বার তাদের টেক্কা দিতে এগিয়ে এল সৌদির আল ইত্তিহাদ ক্লাব।

| Edited By: | Updated on: Jan 14, 2023 | 4:52 PM
 আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন। সৌদি আরবের ক্লাব আল নাসেরে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যোগ দেওয়ার পর থেকেই, শোনা যাচ্ছে সৌদির ক্লাব থেকে মেসির কাছেও প্রস্তাব রয়েছে। (ছবি-পিটিআই)

আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi) বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন। সৌদি আরবের ক্লাব আল নাসেরে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যোগ দেওয়ার পর থেকেই, শোনা যাচ্ছে সৌদির ক্লাব থেকে মেসির কাছেও প্রস্তাব রয়েছে। (ছবি-পিটিআই)

1 / 8
 বিভিন্ন বিদেশি সংবাদসংস্থার দাবি, আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে দলে নেওয়ার জন্য সৌদি প্রো লিগের দুই ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, সৌদির এক জনপ্রিয় ক্লাব আল হিলাল মেসিকে দলে নেওয়ার জন্য বিপুল অঙ্কের প্রস্তাব দিতে চাইছে। (ছবি-টুইটার)

বিভিন্ন বিদেশি সংবাদসংস্থার দাবি, আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে দলে নেওয়ার জন্য সৌদি প্রো লিগের দুই ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, সৌদির এক জনপ্রিয় ক্লাব আল হিলাল মেসিকে দলে নেওয়ার জন্য বিপুল অঙ্কের প্রস্তাব দিতে চাইছে। (ছবি-টুইটার)

2 / 8
এ বার আল হিলালকে টেক্কা দিতে এগিয়ে এসেছে সৌদি প্রো লিগের অপর এক ক্লাব আল ইত্তিহাদ। রিয়াধের ক্লাব হল আল হিলাল। অন্যদিকে আল ইত্তিহাদ হল জেহাদের ক্লাব। এই দুই ক্লাবই মেসিকে দলে আনার জন্য সৌদি সরকারের কাছে সাহায্য চেয়েছে। (ছবি-পিটিআই)

এ বার আল হিলালকে টেক্কা দিতে এগিয়ে এসেছে সৌদি প্রো লিগের অপর এক ক্লাব আল ইত্তিহাদ। রিয়াধের ক্লাব হল আল হিলাল। অন্যদিকে আল ইত্তিহাদ হল জেহাদের ক্লাব। এই দুই ক্লাবই মেসিকে দলে আনার জন্য সৌদি সরকারের কাছে সাহায্য চেয়েছে। (ছবি-পিটিআই)

3 / 8
ব্রিটিশ সংবাদমাধ্যম মার্কার রিপোর্ট অনুযায়ী, সৌদির দুই ক্লাব আল হিলাল ও আল ইত্তিহাদ লিওনেল মেসিকে দলে নেওয়ার জন্য ৩৫০ মিলিয়ন ইউরোর বার্ষিক চুক্তির প্রস্তাব দিতে চাইছে। (ছবি-টুইটার)

ব্রিটিশ সংবাদমাধ্যম মার্কার রিপোর্ট অনুযায়ী, সৌদির দুই ক্লাব আল হিলাল ও আল ইত্তিহাদ লিওনেল মেসিকে দলে নেওয়ার জন্য ৩৫০ মিলিয়ন ইউরোর বার্ষিক চুক্তির প্রস্তাব দিতে চাইছে। (ছবি-টুইটার)

4 / 8
উল্লেখ্য, উভয় ক্লাবই ফিফা দ্বারা অনুমোদিত এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের কারণে আগামী গ্রীষ্ম পর্যন্ত আর কোনও ফুটবলারকে তারা দলে নিতে পারে না। উল্লেখ্য, আল নাসেরের আগে আল-হিলাল ছিল প্রথম ক্লাব যারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে যোগাযোগ করেছিল। (ছবি-টুইটার)

উল্লেখ্য, উভয় ক্লাবই ফিফা দ্বারা অনুমোদিত এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের কারণে আগামী গ্রীষ্ম পর্যন্ত আর কোনও ফুটবলারকে তারা দলে নিতে পারে না। উল্লেখ্য, আল নাসেরের আগে আল-হিলাল ছিল প্রথম ক্লাব যারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে যোগাযোগ করেছিল। (ছবি-টুইটার)

5 / 8
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসেরে যোগ দেওয়ায় ফুটবল দুনিয়ায় একটা বিপ্লব ঘটেছে। আল নাসেরের অন্যতম প্রতিপক্ষ আল হিলাল যে কারণে উঠে পড়ে লেগেছে মেসিকে দলে নেওয়ার জন্য। (ছবি-পিটিআই)

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসেরে যোগ দেওয়ায় ফুটবল দুনিয়ায় একটা বিপ্লব ঘটেছে। আল নাসেরের অন্যতম প্রতিপক্ষ আল হিলাল যে কারণে উঠে পড়ে লেগেছে মেসিকে দলে নেওয়ার জন্য। (ছবি-পিটিআই)

6 / 8
প্রসঙ্গত, চলতি মরসুমের শেষে লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হওয়ার কথা। এর মধ্যে জানা গিয়েছে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসি পিএসজির সঙ্গে আরও চুক্তি বাড়ানোর জন্য মৌখিক সম্মতি জানিয়েছেন। (ছবি-পিটিআই)

প্রসঙ্গত, চলতি মরসুমের শেষে লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হওয়ার কথা। এর মধ্যে জানা গিয়েছে, আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসি পিএসজির সঙ্গে আরও চুক্তি বাড়ানোর জন্য মৌখিক সম্মতি জানিয়েছেন। (ছবি-পিটিআই)

7 / 8
উল্লেখ্য, ২০২২ সালে বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। পিএসজিতেও ভালো ছন্দে রয়েছেন লা পুলগা। যদি কোনও ভাবে সৌদির ক্লাবে যোগ দেন লিওনেল স্কালোনির শিষ্য তা হলে রোনাল্ডোকে পিছনে ফেলে তিনিই হবেন, বর্তমানে সব চেয়ে বেশি দামি ফুটবলার। (ছবি-পিটিআই)

উল্লেখ্য, ২০২২ সালে বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। পিএসজিতেও ভালো ছন্দে রয়েছেন লা পুলগা। যদি কোনও ভাবে সৌদির ক্লাবে যোগ দেন লিওনেল স্কালোনির শিষ্য তা হলে রোনাল্ডোকে পিছনে ফেলে তিনিই হবেন, বর্তমানে সব চেয়ে বেশি দামি ফুটবলার। (ছবি-পিটিআই)

8 / 8
Follow Us: