Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cristiano Ronaldo: আজ জিতলেই ট্রফির ম্যাচে রোনাল্ডোর টিম

Saudi Super Cup : আল নাসেরে ইতিমধ্যেই অভিষেক হয়েছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তবে সেটা সৌদি প্রো লিগের ম্যাচে। আল এত্তিহাদের বিরুদ্ধে রোনাল্ডোর আল নাসের জিতেছিল ১-০ গোলে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার তালিস্কা ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন। রোনাল্ডো গোল করতে না পারলেও ক্লাবের হয়ে অভিষেক ম্যাচে নজর কেড়েছিলেন। আজ আল নাসেরে দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছেন সিআর সেভেন।

| Edited By: | Updated on: Jan 26, 2023 | 7:00 AM
আল নাসেরে ইতিমধ্যেই অভিষেক হয়েছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তবে সেটা সৌদি প্রো লিগের ম্যাচে। আল এত্তিহাদের বিরুদ্ধে রোনাল্ডোর আল নাসের জিতেছিল ১-০ গোলে। (ছবি : টুইটার)

আল নাসেরে ইতিমধ্যেই অভিষেক হয়েছে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তবে সেটা সৌদি প্রো লিগের ম্যাচে। আল এত্তিহাদের বিরুদ্ধে রোনাল্ডোর আল নাসের জিতেছিল ১-০ গোলে। (ছবি : টুইটার)

1 / 7
ব্রাজিলিয়ান স্ট্রাইকার তালিস্কা ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন। রোনাল্ডো গোল করতে না পারলেও ক্লাবের হয়ে অভিষেক ম্যাচে নজর কেড়েছিলেন। আজ আল নাসেরে দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছেন সিআর সেভেন। (ছবি : টুইটার)

ব্রাজিলিয়ান স্ট্রাইকার তালিস্কা ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন। রোনাল্ডো গোল করতে না পারলেও ক্লাবের হয়ে অভিষেক ম্যাচে নজর কেড়েছিলেন। আজ আল নাসেরে দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছেন সিআর সেভেন। (ছবি : টুইটার)

2 / 7
আজ সৌদি সুপার কাপের দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হতে চলেছে আল নাসের ও আল ইত্তিহাদ। এ দিনই প্রথম সেমিফাইনালে খেলবে আল হিলাল ও আল ফেইয়া।  (ছবি : টুইটার)

আজ সৌদি সুপার কাপের দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হতে চলেছে আল নাসের ও আল ইত্তিহাদ। এ দিনই প্রথম সেমিফাইনালে খেলবে আল হিলাল ও আল ফেইয়া। (ছবি : টুইটার)

3 / 7
প্রথম ম্যাচে সৌদি লিগের দুই শক্তিশালী দল আল হিলাল ও আল নাসের। দু-দলই নিজেদের সেমিফাইনাল জিতলে সুপার কাপ ফাইনালে দেখা হবে।  (ছবি : টুইটার)

প্রথম ম্যাচে সৌদি লিগের দুই শক্তিশালী দল আল হিলাল ও আল নাসের। দু-দলই নিজেদের সেমিফাইনাল জিতলে সুপার কাপ ফাইনালে দেখা হবে। (ছবি : টুইটার)

4 / 7
রোনাল্ডো আল নাসেরের হয়ে গোল করতে পারেননি। তবে সৌদি আরবে ইতিমধ্যেই গোলের খাতা খুলেছেন। রিয়াধ অলস্টার দলের হয়ে পিএসজির বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলেছেন।  (ছবি : টুইটার)

রোনাল্ডো আল নাসেরের হয়ে গোল করতে পারেননি। তবে সৌদি আরবে ইতিমধ্যেই গোলের খাতা খুলেছেন। রিয়াধ অলস্টার দলের হয়ে পিএসজির বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলেছেন। (ছবি : টুইটার)

5 / 7
পিএসজির কাছে ৪-৫ গোলে রিয়াধ হারলেও জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বার রেকর্ড অর্থে সই করা ক্লাবের হয়ে গোল করতে মুখিয়ে রোনাল্ডো। (ছবি : টুইটার)

পিএসজির কাছে ৪-৫ গোলে রিয়াধ হারলেও জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বার রেকর্ড অর্থে সই করা ক্লাবের হয়ে গোল করতে মুখিয়ে রোনাল্ডো। (ছবি : টুইটার)

6 / 7
রিয়াধের প্রচণ্ড টান্ডায় দারুণ প্রস্তুতি সেরেছে আল নাসের। রোনাল্ডো এবং তাঁর সতীর্থদের প্রস্তুতিতে খোশ মেজাজেই দেখা গিয়েছে। এ বার ম্যাচে নামার পালা। রোনাল্ডোর সিউউউ সেলিব্রেশন দেখার অপেক্ষায় আল নাসের সমর্থকরা। (ছবি : টুইটার)

রিয়াধের প্রচণ্ড টান্ডায় দারুণ প্রস্তুতি সেরেছে আল নাসের। রোনাল্ডো এবং তাঁর সতীর্থদের প্রস্তুতিতে খোশ মেজাজেই দেখা গিয়েছে। এ বার ম্যাচে নামার পালা। রোনাল্ডোর সিউউউ সেলিব্রেশন দেখার অপেক্ষায় আল নাসের সমর্থকরা। (ছবি : টুইটার)

7 / 7
Follow Us:
সুইংয়ে মতি তাঁর! বিশ্বাসে যেমন মেলায় বস্তু, সুইংয়ে তেমন উইকেট
সুইংয়ে মতি তাঁর! বিশ্বাসে যেমন মেলায় বস্তু, সুইংয়ে তেমন উইকেট
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'