Ali-Richa: সেপ্টেম্বরে বিয়ে আলি ফয়জল এবং রিচা চাড্ডার, সেই বিয়েতে অতিথি সংখ্যা কত দেখা যাক

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Aug 08, 2022 | 11:08 PM

Ali-Richa: ২০১৩ সালে ফুকরে ছবি করতে গিয়ে সেটে আলাপ, বন্ধুত্ব, প্রেম। সেই বিয়ে এবার পরিণতি পেতে চলেছে।

1 / 6
আলি ফয়জল এবং রিচা চাড্ডা সম্পর্কে রয়েছেন ২০১৩ সাল থেকে। এর আগেও বিয়ের তারিখ ঠিক হয়ে পিছিয়েছে। এবার ঠিক হয়েছে সেপ্টেম্বরে হবে বিয়ে।

আলি ফয়জল এবং রিচা চাড্ডা সম্পর্কে রয়েছেন ২০১৩ সাল থেকে। এর আগেও বিয়ের তারিখ ঠিক হয়ে পিছিয়েছে। এবার ঠিক হয়েছে সেপ্টেম্বরে হবে বিয়ে।

2 / 6
৬ বছর সম্পর্কে থাকার পর ২০১৯ সালে দুই জনে ঠিক করেন বিয়ে করবেন। সেই মতো প্রোপজ করার কথাও ভাবেন আলি।

৬ বছর সম্পর্কে থাকার পর ২০১৯ সালে দুই জনে ঠিক করেন বিয়ে করবেন। সেই মতো প্রোপজ করার কথাও ভাবেন আলি।

3 / 6
কিন্তু সেইখানে বাঁধে গোল। প্রথমে মালদ্বীপে হেলিকাপ্টারের থেকে প্রোপজ করবেন বলে ঠিক করেও করতে পারেননি আলি।

কিন্তু সেইখানে বাঁধে গোল। প্রথমে মালদ্বীপে হেলিকাপ্টারের থেকে প্রোপজ করবেন বলে ঠিক করেও করতে পারেননি আলি।

4 / 6
কারণ পরে শেষে মুহূর্তে তাঁর মনে হয় তার থেকে ভাল হবে রিচার জন্মদিনে মালদ্বীপে ডিনার করতে করতে প্রোপজ করবেন। অবশেষে তাই করেন। পরে আংটি পড়ানোর ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন করেন দুই জনে।

কারণ পরে শেষে মুহূর্তে তাঁর মনে হয় তার থেকে ভাল হবে রিচার জন্মদিনে মালদ্বীপে ডিনার করতে করতে প্রোপজ করবেন। অবশেষে তাই করেন। পরে আংটি পড়ানোর ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন করেন দুই জনে।

5 / 6
ঠিক করেন বিয়েও করবেন খুব ধুমধাম করে। কিন্তু পেনডামিকের ফলে সেই বিয়ের তারিখ পিছোতে হয়। আবার এই বছর জানুয়ারিতেও ঠিক হয় তারিখ, কিন্তু তাও পিছোতে হয়।

ঠিক করেন বিয়েও করবেন খুব ধুমধাম করে। কিন্তু পেনডামিকের ফলে সেই বিয়ের তারিখ পিছোতে হয়। আবার এই বছর জানুয়ারিতেও ঠিক হয় তারিখ, কিন্তু তাও পিছোতে হয়।

6 / 6
এবার সেপ্টেম্বরে ঠিক হয়েছে বিয়ে হবে। আর সেই বিয়ে হবে দিল্লিতে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে। পরে মুম্বইতে হবে গ্রান্ড রিশেপশন। যেখানে অতিথি তালিকার সংখ্যা ৪০০।

এবার সেপ্টেম্বরে ঠিক হয়েছে বিয়ে হবে। আর সেই বিয়ে হবে দিল্লিতে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে। পরে মুম্বইতে হবে গ্রান্ড রিশেপশন। যেখানে অতিথি তালিকার সংখ্যা ৪০০।

Next Photo Gallery