মায়ের জন্মদিনে তাঁর সঙ্গে কাটাতে পারেননি। এক প্রকার শপথ নিয়েই বার্মিংহ্যামে নিখাত জারিন (Nikhat Zareen) গিয়েছিলেন, যে মায়ের জন্মদিনে উপহার হিসেবে তিনি কমনওয়েলথ গেমস থেকে সোনা নিয়ে দেশে ফিরবেন। নিজেকে সে কথা বার বার মনে করিয়ে দেওয়ার জন্য নেল আর্টের সাহায্য নিয়েছিলেন নিখাত। সোনা জেতার পর নিজেই সেই কথা জানিয়েছেন বক্সিং কুইন। (ছবি-নিখাত জারিন টুইটার)
সোনা নিয়েই বার্মিংহ্যাম থেকে ফিরতে হবে। এই কথা প্রতিনিয়ত নিজেকে মনে করিয়ে দেওয়ার জন্য অভিনব পন্থা অবলম্বন করেছিলেন নিখাত জারিন। দুই হাতের নখ জুড়ে নিখাত করিয়েছেন নজরকাড়া নেল আর্ট। (ছবি-টুইটার)
কী নেই নিখাতের নেল আর্টে! রয়েছে ভারতের জাতীয় পতাকা। অশোক চক্র। এবং ২টি সোনার পদকও। এই নেল আর্টের মাধ্যমেই নিখাত নিজেকে বোঝাতেন সোনা না নিয়ে দেশে ফেরা যাবে না। (ছবি-নিখাত জারিন টুইটার)
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে প্রথম বাউটে নামার আগে নিখাত ওই নেল আর্ট করান। সোনা জেতার পর নিজের পদক হাতে নেওয়া ছবি দিয়ে টুইটারে নিখাত লেখেন, "অবশেষে আমার মাকে ও ভারতমাতাকে যে উপহার দেওয়ার শপথ নিয়েছিলাম, তা পূরণ করতে পেরেছি।" (ছবি-নিখাত জারিন টুইটার)
নেল আর্ট করানোর কারণ হিসেবে নিখাত বলেন, "এটা আমাকে বার বার মনে করাত যে মাকে আমি তাঁর জন্মদিনে কী উপহার দিতে চাই।" (ছবি-নিখাত জারিন টুইটার)