India vs England: রিচা-দীপ্তির লড়াইয়েও সিরিজ হার ভারতের
TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
Sep 16, 2022 | 8:30 AM
ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে হার ভারতীয় মহিলা ক্রিকেট দলের। প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল ইংল্যান্ড (India vs England)। গত ম্যাচে অনবদ্য প্রত্যাবর্তন করে ভারতীয় দল। তৃতীয় টি ২০ তে ব্যাটিং বিপর্যয়। কিছুটা লড়াই দীপ্তি শর্মা এবং রিচা ঘোষের। বোলাররা মরিয়া চেষ্টা করলেও বোর্ডে যথেষ্ট রান ছিল না।
1 / 5
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ভারতের ব্যাটিংয়ে বিপর্যয়। শেফালি, স্মৃতি (Smriti Mandhana), মেঘনা, হরমনপ্রীত, হেমলতা, প্রথম পাঁচ ব্যাটার এক অঙ্কের রানে ফেরেন। (ছবি: টুইটার)
2 / 5
মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। সেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ ছিল না। একটা সময় মনে হয়েছিল, ১০০-র নীচেই গুটিয়ে যাবে ভারতীয় দল। (ছবি: টুইটার)
3 / 5
দীপ্তি শর্মা ( Deepti Sharma) এবং রিচা ঘোষ কিছুটা লড়াই করেন। দীপ্তি ২৫ বলে ২৪ রান করেন। ২২ বলে ৩৩ রানের ক্যামিও বাংলার উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষের (Richa Ghosh)। ৫টি বাউন্ডারি মারেন তিনি। রিচাকে কেন ৮ নম্বরে নামানো হল, তা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১২২ রান করে ভারত। (ছবি: টুইটার)
4 / 5
ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার সোফি এক্লেস্টন ৩ উইকেট এবং লেগ স্পিনার সারা গ্লেন ২ উইকেট নেন। ১টি করে উইকেট ব্রায়নি স্মিথ, ফ্রেয়া ডেভিস এবং ইসি ওংয়ের। জবাবে বিধ্বংসী শুরু ইংল্যান্ডের। ওপেনিং জুটিতে ৭০ রান। (ছবি: টুইটার)
5 / 5
অল্প রানের ব্যবধানে দুই ওপেনার সোফিয়া ডাঙ্কলি (৪৯) ও ড্যানি ওয়্যাট (২২) ফেরেন। এই জুটি ফিরতেই রান আটকাতে সক্ষম হন ভারতীয় বোলাররা। অ্যালিস ক্যাপসির ২৪ বলে ৩৮ রানের ক্যামিও ভারতের জয়ের আশায় জল ঢালে। ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় এবং সিরিজ নিশ্চিত করে ইংল্যান্ড। (ছবি: টুইটার)