Bangla News » Photo gallery » All Purple Cup Winner In IPL from 2008 to 2022, Here is the full list
IPL Purple Cap: আইপিএলে এক মরসুমে সবচেয়ে বেশি উইকেট, দেখে নিন পার্পল ক্যাপজয়ীর তালিকা
TV9 Bangla Digital | Edited By: Dipankar Ghoshal
Updated on: Mar 02, 2023 | 9:45 AM
Indian Premier League: আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দু-বার করে পার্পল ক্য়াপ জিতেছেন ভারতের পেসার ভুবনেশ্বর কুমার এবং ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার ডোয়েন ব্র্য়াভো। বাকি মরসুমগুলিতে ভিন্ন পার্পল ক্য়াপ উইনার। কোন মরসুমে কে কত উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারের পুরস্কার হিসেবে পার্পল ক্য়াপ জিতেছে, দেখে নিন তালিকা।
Mar 02, 2023 | 9:45 AM
আইপিএলের উদ্বোধনী সংস্করণে সর্বাধিক ২২টি উইকেট নিয়ে পার্পল ক্য়াপ জিতেছিলেন রাজস্থান রয়্যালসের সোহেল তনভীর। পাকিস্তানের এই বাঁ হাতি পেসারের বোলিং অ্যাকশন ব্য়তিক্রমী ছিল। ছবি : টুইটার
1 / 13
আইপিএলের দ্বিতীয় সংস্করণ অর্থাৎ ২০০৯ সালে সর্বাধিক ২৩ উইকেট নিয়ে পার্পল ক্য়াপ জিতেছিলেন বাঁ হাতি পেসার আরপি সিং। ডেকান চার্জার্সের হয়ে এই পারফরম্য়ান্স তাঁর। ছবি : টুইটার
2 / 13
টানা দ্বিতীয় বার ডেকান চার্জার্সের হাতেই পার্পল ক্য়াপ উঠেছিল। ২০১০ সালের আইপিএলে ২১টি উইকেট নিয়ে পার্পল ক্য়াপ জেতেন বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। ছবি : টুইটার
3 / 13
২০১১ সালের আইপিএলে সর্বাধিক উইকেট শিকারি ছিলেন লাসিথ মালিঙ্গা। ২৮টি উইকেট নিয়ে পার্পল ক্য়াপ জিতেছিলেন মালিঙ্গা। ছবি : টুইটার
4 / 13
২০১২ সালের আইপিএলে পার্পল ক্য়াপ জিতেছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মর্নে মরকেল। সে বার ২৫টি উইকেট নিয়েছিলেন দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে। ছবি : টুইটার
5 / 13
আইপিএলে দু-বার পার্পল ক্য়াপ জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। প্রথম বার ২০১৩ সালে ৩২টি উইকেট এবং ২০১৫ আইপিএলে ২৬টি উইকেট নিয়ে পার্পল ক্য়াপ জেতেন চেন্নাই সুপার কিংসের ডিজে ব্র্যাভো। ছবি : টুইটার
6 / 13
২০১৪ সালের আইপিএলে ২৩টি উইকেট নিয়ে পার্পল ক্য়াপ জেতেন চেন্নাই সুপার কিংসের মিডিয়াম পেসার মোহিত শর্মা। ছবি : টুইটার
7 / 13
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে দু-বার পার্পল ক্য়াপ জেতেন ভুবনেশ্বর কুমার। ২০১৬ ও ২০১৭ সালে যথাক্রমে ২৩ ও ২৬টি উইকেট নিয়ে পার্পল ক্য়াপ জিতেছিলেন ভুবনেশ্বর কুমার। ছবি : টুইটার