উল্কাগতিতে উত্থান হয়েছিল বছর ১৬-র একটা ছেলের। তারপর ক্রিকেট দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের এই ডান-হাতি ব্যাটার। কিন্তু হঠাৎই থমকেও গিয়েছিল এই ভারতীয় ক্রিকেটারের কেরিয়ার। কথা হচ্ছে অম্বাতি রায়ডুকে (Ambati Rayudu) নিয়ে। আজ তাঁর জন্মদিন। ৩৬টা বসন্ত পার করে ফেললেন রায়ডু। (ছবি-টুইটার)
মাত্র ১৬ বছর বয়সে দুর্ধর্ষ ইনিংস খেলে নজর কেড়ে নেন রায়ডু। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০২ সালে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। পাশাপাশি ২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেন রায়ডু। (ছবি-টুইটার)
২০০২-২০০৩ মরসুমে রঞ্জি ট্রফিতে ডাবল সেঞ্চুরির রেকর্ডও গড়েছিলেন রায়ডু। মাত্র ১৬ বছর বয়সে হায়দরাবাদের হয়ে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জিতে ডাবল সেঞ্চুরি করেছিলেন রায়ডু। (ছবি-টুইটার)
দেশের জার্সিতে ২০১৩ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়েছিল অম্বাতি রায়ডুর। তিনি মোট ৫৫টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচে মোট ১৬৯৪ রান করেছেন। ভারতের হয়ে টেস্ট খেলা হয়নি রায়ডুর। তিনি ওয়ান ডে-র পাশাপাশি টি-২০ ক্রিকেটে ভারতের হয়ে খেলেছেন। ২০১৪ সালে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ডেবিউ হয়েছিল রায়ডুর। মাত্র ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন রায়ডু। (ছবি-টুইটার)
২০১১ সালে আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্স কিনেছিল অম্বাতি রায়ডুকে। আট মরসুম মুম্বইতে কাটিয়েছেন তিনি। সেই আট মরসুমের প্রতিটিতেই তিনি ২৫০-র ওপরে রানও করেছিলেন। ২০১৮ সালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে যোগ দেন তিনি। আইপিএলে এখনও অবধি মোট ১৮৮টি ম্যাচে খেলে ফেলেছেন তিনি। (ছবি-টুইটার)