Amitabh Bachchan Accident: জবাব দিয়ে দিয়েছিলেন ডাক্তার, ‘আর মাত্র ৭২ ঘণ্টা…মৃত্যুশয্যায় অমিতাভ’

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra

Updated on: Mar 06, 2023 | 7:27 PM

Amitabh Bachchan: মুহূর্তে স্মৃতিতে ফিরল ভক্তরা। কুলির সেটে অমিতাভকে হারাতে বসেছিল সকলেই।

Mar 06, 2023 | 7:27 PM
অমিতাভ বচ্চন আবারও শুটিং সেটে আহত। খবর ছড়িয়ে পড়তেই সকলের চক্ষু চড়ক গাছ। মুহূর্তে স্মৃতিতে ফিরল ভক্তরা। কুলির সেটে অমিতাভকে হারাতে বসেছিল সকলেই। ডাক্তার দিয়ে দিয়েছিলেন জবাবও।

অমিতাভ বচ্চন আবারও শুটিং সেটে আহত। খবর ছড়িয়ে পড়তেই সকলের চক্ষু চড়ক গাছ। মুহূর্তে স্মৃতিতে ফিরল ভক্তরা। কুলির সেটে অমিতাভকে হারাতে বসেছিল সকলেই। ডাক্তার দিয়ে দিয়েছিলেন জবাবও।

1 / 7
বয়স হলেও নেটদুনিয়ায় বারে বারে ভাইরাল একটাই খবর, অমিতাভ বচ্চন নিজের অ্যাকশন নিজেই করতে চান, নেবেন না কোনো বডি ডাবিং। আর সেই মন্তব্যই ভক্তদের মনে করিয়ে দিন ভয়ানক অতীতের কথা।

বয়স হলেও নেটদুনিয়ায় বারে বারে ভাইরাল একটাই খবর, অমিতাভ বচ্চন নিজের অ্যাকশন নিজেই করতে চান, নেবেন না কোনো বডি ডাবিং। আর সেই মন্তব্যই ভক্তদের মনে করিয়ে দিন ভয়ানক অতীতের কথা।

2 / 7
তখন কুলি ছবির শুটিং-এ ব্যস্ত রয়েছেন অমিতাভ বচ্চন। নিজের ফাইট সিন নিজেই করছিলেন, তখনও নেননি কোনও বডি ডাবিং। একটা দৃশ্যে হাতাহাতি করতে গিয়ে হঠাৎই গুরুতর আঘাত পান তিনি।

তখন কুলি ছবির শুটিং-এ ব্যস্ত রয়েছেন অমিতাভ বচ্চন। নিজের ফাইট সিন নিজেই করছিলেন, তখনও নেননি কোনও বডি ডাবিং। একটা দৃশ্যে হাতাহাতি করতে গিয়ে হঠাৎই গুরুতর আঘাত পান তিনি।

3 / 7
শরীরের ভেতরে এতটাই গভীর আঘাত লাগে যে হাসপাতাল নিয়ে যেতে যেতেই প্রায় শেষ হয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। এমন কি তাঁকে ভেন্টিলেশনে দেওয়ার আগে ডাক্তার জানিয়ে দিয়েছিলেন, ক্লিনিক্যালি ডেড, অর্থাৎ হয়তো মারা গিয়েছেন অমিতাভ।

শরীরের ভেতরে এতটাই গভীর আঘাত লাগে যে হাসপাতাল নিয়ে যেতে যেতেই প্রায় শেষ হয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। এমন কি তাঁকে ভেন্টিলেশনে দেওয়ার আগে ডাক্তার জানিয়ে দিয়েছিলেন, ক্লিনিক্যালি ডেড, অর্থাৎ হয়তো মারা গিয়েছেন অমিতাভ।

4 / 7
তবে ভাগ্যের জোড়ে ভেন্টিলেশনে দিতেই জ্ঞান আসে তাঁর, এরপর চলে যমে মানুষে চরম লড়াই, পরিবার থেকে ভক্তরা, ডাক্তার, সকলেই নিজ নিজ জায়গা থেকে প্রার্থণা করেছিলেন ফিরে আসুক অমিতাভ।

তবে ভাগ্যের জোড়ে ভেন্টিলেশনে দিতেই জ্ঞান আসে তাঁর, এরপর চলে যমে মানুষে চরম লড়াই, পরিবার থেকে ভক্তরা, ডাক্তার, সকলেই নিজ নিজ জায়গা থেকে প্রার্থণা করেছিলেন ফিরে আসুক অমিতাভ।

5 / 7
জয়া বচ্চন কঠিন ব্রত পালন করা শুরু করেছিলেন সেই সময়। ডাক্তার সময় দিয়ে দিয়েছিলেন ৭২ ঘণ্টা। তবে সেই যাত্রায় বেঁচে ফিরেছিলেন অমিতাভ। তবে থেকেই তিনি মনে করেন, সেটা তাঁর দ্বিতীয় জন্ম। তারিখটা ছিল ২ অগাস্ট।

জয়া বচ্চন কঠিন ব্রত পালন করা শুরু করেছিলেন সেই সময়। ডাক্তার সময় দিয়ে দিয়েছিলেন ৭২ ঘণ্টা। তবে সেই যাত্রায় বেঁচে ফিরেছিলেন অমিতাভ। তবে থেকেই তিনি মনে করেন, সেটা তাঁর দ্বিতীয় জন্ম। তারিখটা ছিল ২ অগাস্ট।

6 / 7
আজও সোশ্যাল মিডিয়ায় ২ অগাস্ট তাঁকে সেই জন্মদিনে শুভেচ্ছা জানান। হঠাৎই নিজে অ্যাকশন করার সিদ্ধান্ত নেওয়ায় আবারও সোশ্যাল মিডিয়ায় ফিরে আসল পুরোনো স্মৃতি।

আজও সোশ্যাল মিডিয়ায় ২ অগাস্ট তাঁকে সেই জন্মদিনে শুভেচ্ছা জানান। হঠাৎই নিজে অ্যাকশন করার সিদ্ধান্ত নেওয়ায় আবারও সোশ্যাল মিডিয়ায় ফিরে আসল পুরোনো স্মৃতি।

7 / 7

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla