Amitabh Bachchan: কলকাতার এক ভক্তের মন্দিরে ভগবানের আসনে পূজিত অমিতাভ; ২ অগাস্ট পালিত হয় তাঁর দ্বিতীয় জন্মদিন

'কুলি' ছবির শুটিংয়ের সময় সাংঘাতিক আহত হয়ে প্রাণ হারাতে বসেছিলেন বিগ বি। সেই যাত্রায় তিনি রক্ষে পেয়ে কোমা থেকে সেরে ওঠেন ২ অগাস্ট। তাই এই দিনটিকে দ্বিতীয় জন্মদিন হিসেবে পালন করেন তাঁর পরম ভক্ত সঞ্জয় পাতোদিয়া।

| Edited By: | Updated on: Aug 02, 2021 | 8:47 PM
অমিতাভ।

অমিতাভ।

1 / 7
'কুলি' ছবির শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছিলেন বিগবি। তারপর তিনি কোমায় চলে গিয়েছিলেন। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর সব আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। তারপর মিরাকেল ঘটে যায়।

'কুলি' ছবির শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছিলেন বিগবি। তারপর তিনি কোমায় চলে গিয়েছিলেন। চিকিৎসকরা তাঁকে বাঁচানোর সব আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। তারপর মিরাকেল ঘটে যায়।

2 / 7
অমিতাভের সুস্থতার জন্য বহু মানুষ প্রার্থনা করেছিলেন সেই সময়। চিকিৎসকরা বলেছিলেন মিরাকল না হলে আর তিনি ফিরবেন না। তিনি ফিরেছিলেন। ২ অগাস্ট অমিতাভের জ্ঞান ফেরে।

অমিতাভের সুস্থতার জন্য বহু মানুষ প্রার্থনা করেছিলেন সেই সময়। চিকিৎসকরা বলেছিলেন মিরাকল না হলে আর তিনি ফিরবেন না। তিনি ফিরেছিলেন। ২ অগাস্ট অমিতাভের জ্ঞান ফেরে।

3 / 7
তাই এই দিনটিকে অমিতাভের দ্বিতীয় জন্মদিন হিসেবে ধরে নিয়েছেন তাঁর ভক্তকূল। কলকাতার বন্ডেল রোডের বাসিন্দা সঞ্জয় পাতোদিয়ার বাড়িতে রয়েছে অমিতাভের মন্দির। বহুবছর ধরে সেখানে ভগবানের আসনে বসানো অমিতাভের মূর্তি। রয়েছে অমিতাভের বহু ছবি। তাঁর পরিহিত বহু বস্ত্র।

তাই এই দিনটিকে অমিতাভের দ্বিতীয় জন্মদিন হিসেবে ধরে নিয়েছেন তাঁর ভক্তকূল। কলকাতার বন্ডেল রোডের বাসিন্দা সঞ্জয় পাতোদিয়ার বাড়িতে রয়েছে অমিতাভের মন্দির। বহুবছর ধরে সেখানে ভগবানের আসনে বসানো অমিতাভের মূর্তি। রয়েছে অমিতাভের বহু ছবি। তাঁর পরিহিত বহু বস্ত্র।

4 / 7
২ অগাস্ট তাঁর দ্বিতীয় জন্মদিনকে ফ্যান্স ডে হিসেবে পালন করতে চান সঞ্জয় পাতোদিয়া ও তাঁর পরিবার। এই দিন তাঁদের বন্ডেল রোডের বাড়িতে বহু মানুষের সমাগম হয় প্রতিবছর। সোমবারও ব্যতিক্রম হল না।

২ অগাস্ট তাঁর দ্বিতীয় জন্মদিনকে ফ্যান্স ডে হিসেবে পালন করতে চান সঞ্জয় পাতোদিয়া ও তাঁর পরিবার। এই দিন তাঁদের বন্ডেল রোডের বাড়িতে বহু মানুষের সমাগম হয় প্রতিবছর। সোমবারও ব্যতিক্রম হল না।

5 / 7
অমিতাভের গলায় মালা পরানো থেকে কেক কাটা সবটাই উৎযাপিত হল সাড়ম্বরের সঙ্গে।

অমিতাভের গলায় মালা পরানো থেকে কেক কাটা সবটাই উৎযাপিত হল সাড়ম্বরের সঙ্গে।

6 / 7
প্রতি বছর জন্মদিনেও নানা রকম আয়োজন করেন সঞ্জয়। নানা ধরনের সমাজ কল্যানমূলক কাজও করেন তাঁরা। এবার যৌন কর্মী ও বৃহন্নলাদের সঙ্গে নিয়ে দিনটি পালন করলেন তাঁরা। তৈরি করলেন সুন্দর কিছু মুহূর্ত।

প্রতি বছর জন্মদিনেও নানা রকম আয়োজন করেন সঞ্জয়। নানা ধরনের সমাজ কল্যানমূলক কাজও করেন তাঁরা। এবার যৌন কর্মী ও বৃহন্নলাদের সঙ্গে নিয়ে দিনটি পালন করলেন তাঁরা। তৈরি করলেন সুন্দর কিছু মুহূর্ত।

7 / 7
Follow Us: