Amitabh Bachchan: কলকাতার এক ভক্তের মন্দিরে ভগবানের আসনে পূজিত অমিতাভ; ২ অগাস্ট পালিত হয় তাঁর দ্বিতীয় জন্মদিন
'কুলি' ছবির শুটিংয়ের সময় সাংঘাতিক আহত হয়ে প্রাণ হারাতে বসেছিলেন বিগ বি। সেই যাত্রায় তিনি রক্ষে পেয়ে কোমা থেকে সেরে ওঠেন ২ অগাস্ট। তাই এই দিনটিকে দ্বিতীয় জন্মদিন হিসেবে পালন করেন তাঁর পরম ভক্ত সঞ্জয় পাতোদিয়া।
Most Read Stories