সুইৎজারল্যান্ডে জন্ম । সুইস ফুটবল ক্লাব গ্রাসহপারের হয়ে খেলেন। তবে জাতীয় দলে ক্রোয়েশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন । গতবছরই জাতীয় দলে অভিষেক হয়েছে বিশ্বের সবচেয়ে সুন্দরী ফুটবলার অ্যানা মারিয়া মার্কোভিচের। ২২ বছরের অ্যানা তারপর থেকেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।
অ্যানার অনুপ্রেরণা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিআর সেভেনের নিয়মানুবর্তিতায় মুগ্ধ তিনি। আর আদর্শ হিসেবে মানেন নিজেরই দেশের তারকা ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মদ্রিচকে।
টিভি, সংবাদপত্রে ক্রোয়েশিয়ার এই ফুটবলারকে নিয়ে হাজারো খবর। কেউ তাঁকে সুন্দরী বললে ভালোই লাগে। কিন্তু বিশ্বের সবচেয়ে যৌন আবেদনময়ী ফুটবলারের তকমা অ্যানার বিশেষ পছন্দ নয়। শুধুমাত্র এই কারণে বিভিন্ন সময় বিড়ম্বনায় পড়তে হয়েছে তাঁকে।
তাঁকে নিয়ে অহেতুক চর্চা পছন্দ নয় অ্যানার। অনেকেই তাঁর ম্যানেজার হওয়ার আবেদন নিয়ে ফোন করেন। গ্রাসহপার তারকা ভালোমতোই জানেন, ওই মানুষগুলি কোনওদিনই তাঁকে ফুটবল খেলতে দেখেননি । শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য দেখে মুগ্ধ।
আর এখানেই যাবতীয় আক্ষেপ অ্যানার। নেগেটিভ পাবলিসিটিকে ধোঁয়া দিতে চান না। কিন্তু...