Anant Ambani: এনগেজমেন্টে হিরে-পান্না বসানো প্যান্থার ব্রোচ! বিশ্ববিখ্যাত এই অলংকারের দাম জানলে অবাক হবেন

Panther Brooch: ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে, গত ১৯ জানুয়ারি, মুম্বাইয়ের অম্বানির বাসভবনে বাগদান পর্ব সেরে ফেললেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।

| Edited By: | Updated on: Jan 31, 2023 | 4:34 PM
 ঐতিহ্যবাহী ও বিলাসবহুল এই অনুষ্ঠান যে আর পাঁচটা বলিউডি স্টাইলের মতো অনুষ্ঠান নয়, তা সকলেরই জানা। দেশ-বিদেশের বিখ্যাত জুয়েলারি থেকে পোশাক সবই ছিল এই এনগেজমেন্টের অন্যতম অংশ।

ঐতিহ্যবাহী ও বিলাসবহুল এই অনুষ্ঠান যে আর পাঁচটা বলিউডি স্টাইলের মতো অনুষ্ঠান নয়, তা সকলেরই জানা। দেশ-বিদেশের বিখ্যাত জুয়েলারি থেকে পোশাক সবই ছিল এই এনগেজমেন্টের অন্যতম অংশ।

1 / 9
ডিজাইনার জুটি আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইনের ডিপ ব্লু রঙের ঐতিহ্যবাহী কুর্তা-পাঞ্জাবি পরেছিলেন অনন্ত অম্বানি। অন্যদিকে কাস্টমড গোল্ড সিল্ক টিস্যু ঘাগরা ও চোলিতে সেজেছিলেন রাধিকা মার্চেন্ট। সঙ্গে মহার্ঘ্য রত্ন তো ছিলই। তার মধ্যে ছিল অনন্ত অম্বানির হিরের প্যান্থার ব্রোচ!

ডিজাইনার জুটি আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইনের ডিপ ব্লু রঙের ঐতিহ্যবাহী কুর্তা-পাঞ্জাবি পরেছিলেন অনন্ত অম্বানি। অন্যদিকে কাস্টমড গোল্ড সিল্ক টিস্যু ঘাগরা ও চোলিতে সেজেছিলেন রাধিকা মার্চেন্ট। সঙ্গে মহার্ঘ্য রত্ন তো ছিলই। তার মধ্যে ছিল অনন্ত অম্বানির হিরের প্যান্থার ব্রোচ!

2 / 9
কুর্তার উপর প্রিন্টেড কোটের সঙ্গে আইকনিক কার্টিয়ার প্যান্থার ব্রোচ লাগানো ছিল। সোশ্যাল মিডিয়ায় সেই দামি ব্রোচের সঙ্গে জড়িত সমৃদ্ধ ইতিহাস  তুলে ধরেন ইতিহাসবিদ  ওকিউরেটর দীপ্তি শসিধরন।  এমন প্যান্থার ব্রোচের দাম প্রায় ১ কোটি ৮৬ লক্ষেরও বেশ। কিন্তু কাস্টমাইজড করা আনন্তের ব্রোচের দাম এখনও জানা যায়নি।

কুর্তার উপর প্রিন্টেড কোটের সঙ্গে আইকনিক কার্টিয়ার প্যান্থার ব্রোচ লাগানো ছিল। সোশ্যাল মিডিয়ায় সেই দামি ব্রোচের সঙ্গে জড়িত সমৃদ্ধ ইতিহাস তুলে ধরেন ইতিহাসবিদ ওকিউরেটর দীপ্তি শসিধরন। এমন প্যান্থার ব্রোচের দাম প্রায় ১ কোটি ৮৬ লক্ষেরও বেশ। কিন্তু কাস্টমাইজড করা আনন্তের ব্রোচের দাম এখনও জানা যায়নি।

3 / 9
কারটিয়ের প্যান্থার ব্রোচগুলি সাধারণত প্ল্যাটিনাম বা সোনায় তৈরি করা হয়। প্যান্থারের গোটা দেহে থাকে উজ্জ্বল হীরা ও প্যান্থার রোসেটগুলি ক্যাবোচন কাটা গোমেদ দিয়ে তৈরি করা হয়। প্যান্থারের নাকটিও কালো গোমেদ, নাশপাতি আকৃতির পান্না দিয়ে তৈরি হয় চকচকে চোখ। 'প্যান্থেরে দে কার্টিয়ের'-এর উজ্জ্বলতা অনুষ্ঠানের লাইমলাইট কেড়ে নিয়েছিল।

কারটিয়ের প্যান্থার ব্রোচগুলি সাধারণত প্ল্যাটিনাম বা সোনায় তৈরি করা হয়। প্যান্থারের গোটা দেহে থাকে উজ্জ্বল হীরা ও প্যান্থার রোসেটগুলি ক্যাবোচন কাটা গোমেদ দিয়ে তৈরি করা হয়। প্যান্থারের নাকটিও কালো গোমেদ, নাশপাতি আকৃতির পান্না দিয়ে তৈরি হয় চকচকে চোখ। 'প্যান্থেরে দে কার্টিয়ের'-এর উজ্জ্বলতা অনুষ্ঠানের লাইমলাইট কেড়ে নিয়েছিল।

4 / 9
ইতিহাস বলছে, ১৯১৪ সালে এই আইকনিক ব্রোচটি প্রথম প্রকাশ ঘটে। রাশিয়ান গ্র্যান্ড ডিউক জর্জ মিখাইলোভিচের স্ত্রীর জন্য উপহার হিসাবে তৈরি করা হয়েছিল এমন মহার্ঘ্য ব্রোচ।

ইতিহাস বলছে, ১৯১৪ সালে এই আইকনিক ব্রোচটি প্রথম প্রকাশ ঘটে। রাশিয়ান গ্র্যান্ড ডিউক জর্জ মিখাইলোভিচের স্ত্রীর জন্য উপহার হিসাবে তৈরি করা হয়েছিল এমন মহার্ঘ্য ব্রোচ।

5 / 9
প্যান্থারটি জিন দে লা ফন্টেইনের ফরাসি সাহিত্যের ক্লাসিক, 'দ্য লেডি অ্যান্ড দ্য প্যান্থার' দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। শক্তির প্রতীক হিসেবে এই ব্রোচটি ব্যবহার করা হয়েছিল।

প্যান্থারটি জিন দে লা ফন্টেইনের ফরাসি সাহিত্যের ক্লাসিক, 'দ্য লেডি অ্যান্ড দ্য প্যান্থার' দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। শক্তির প্রতীক হিসেবে এই ব্রোচটি ব্যবহার করা হয়েছিল।

6 / 9
আসল কারটিয়ের প্যান্থার ব্রোচটি রুবি এবং হীরা দিয়ে তৈরি করা হয়েছিল এবং তাতে ২টি প্যান্থার রয়েছে। ডানদিকে মুখোমুখি ও একটি বাম দিকে৷ পান্না দিয়ে প্যান্থারের চোখ তৈরি করা হয়েছিল ও হীরা দিয়ে গোটা দেহ বানানো হয়েছিল। ব্রোচটি ১৮-ক্যারেট হলুদ সোনা দিয়ে তৈরি ও দৈর্ঘ্য ৬.৫ সেন্টিমিটার।

আসল কারটিয়ের প্যান্থার ব্রোচটি রুবি এবং হীরা দিয়ে তৈরি করা হয়েছিল এবং তাতে ২টি প্যান্থার রয়েছে। ডানদিকে মুখোমুখি ও একটি বাম দিকে৷ পান্না দিয়ে প্যান্থারের চোখ তৈরি করা হয়েছিল ও হীরা দিয়ে গোটা দেহ বানানো হয়েছিল। ব্রোচটি ১৮-ক্যারেট হলুদ সোনা দিয়ে তৈরি ও দৈর্ঘ্য ৬.৫ সেন্টিমিটার।

7 / 9
বছরের পর বছর ধরে, এই দামি ব্রোচ বিলাসিতা ও ক্ষমতার প্রতীক হয়ে উঠেছে। ১৯২৫ সালে, প্যান্থারটি কার্টিয়ের 'টুটি ফ্রুটি' সংগ্রহে প্রদর্শিত করা হয়েছিল। এটি ১৯৩০ সালে কারটিয়ের 'মিস্ট্রি' সংগ্রহেও প্রদর্শিত করা হয়েছিল।"

বছরের পর বছর ধরে, এই দামি ব্রোচ বিলাসিতা ও ক্ষমতার প্রতীক হয়ে উঠেছে। ১৯২৫ সালে, প্যান্থারটি কার্টিয়ের 'টুটি ফ্রুটি' সংগ্রহে প্রদর্শিত করা হয়েছিল। এটি ১৯৩০ সালে কারটিয়ের 'মিস্ট্রি' সংগ্রহেও প্রদর্শিত করা হয়েছিল।"

8 / 9
শুধু অনন্ত অম্বানি-ই নয়, রেড কার্পেটে অ্যাঞ্জেলিনা জোলি, কেট ব্ল্যাঞ্চেট এবং সারা জেসিকা পার্কারের মতো অভিনেতারাও এই বিখ্যাত ও দামি ব্রোচ পরেছিলেন। ব্রোচ হিসেবে তো বটেই. সারা বিশ্বে সেলেব্রিটি দম্পতিদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও পছন্দের একটি অলংকার।

শুধু অনন্ত অম্বানি-ই নয়, রেড কার্পেটে অ্যাঞ্জেলিনা জোলি, কেট ব্ল্যাঞ্চেট এবং সারা জেসিকা পার্কারের মতো অভিনেতারাও এই বিখ্যাত ও দামি ব্রোচ পরেছিলেন। ব্রোচ হিসেবে তো বটেই. সারা বিশ্বে সেলেব্রিটি দম্পতিদের কাছে অত্যন্ত জনপ্রিয় ও পছন্দের একটি অলংকার।

9 / 9
Follow Us: