Ankita Lokhande: বুক ফাটছে কষ্টে, একসঙ্গে নেই স্বামী, বিয়ের পাঁচ মাসের মধ্যে কেন এমন পরিস্থিতি অঙ্কিতার?
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
May 15, 2022 | 2:09 PM
Ankita Lokhande: ভালবেসে বিয়ে করেছিলেন তাঁরা। স্বপ্ন ছিল একসঙ্গে কাটাবেন আগামী জীবন। বিয়ের বয়স মাত্র ৫ মাস। অথচ আলাদা থাকছেন অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈন।
1 / 8
ভালবেসে বিয়ে করেছিলেন তাঁরা। স্বপ্ন ছিল একসঙ্গে কাটাবেন আগামী জীবন। বিয়ের বয়স মাত্র ৫ মাস। অথচ আলাদা থাকছেন অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈন।
2 / 8
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ভিকির সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কিতা। সুশান্তের মৃত্যুর পর অঙ্কিতা যখন পাশে ছিলেন তাঁর পরিবারের, আপত্তি জানাননি ভিকি।
3 / 8
বরং ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন হবু স্ত্রীর পাশে। এত প্রেম তাহলে কোথায় গেল? এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে জাগছে।
4 / 8
না তাঁদের বিচ্ছেদ হয়নি। তবে আলাদা থাকার নেপথ্যে রয়েছে এক সঙ্গত কারণ। তাই বাধ্য হয়েই স্বামী-স্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। ক ঈসেই কারণ?
5 / 8
কাজের জন্য ভিকি থাকেন বিলাসপুরে। অন্যদিকে কাজের জন্যই অঙ্কিতা থাকেন মুম্বইয়ে। প্রেমেও লং ডিসট্যান্স রিলেশনশিপ ছিল তাঁর। বিয়ের পরেও সেই একই চিত্র।
6 / 8
অঙ্কিতার কথায়, "আগে মনে হতো ঠিকাছে এসে দেখা করবে, কিন্তু বিয়ে হওয়ার পর থেকেই এই লং ডিস্টেন্স অসহ্য হয়ে উঠছে"। এখানেই থামেননি অঙ্কিতা।
7 / 8
তিনি আরও যোগ করেন, "আমি চাই ও আমার সঙ্গে থাকুক। যখন রাত্রে শুতে যাই তখন পাশে ওকে দরকার। ওর কাঁধে মাথা রেখে ঘুমোতে চাই। ও এখন আমার অভ্যেস হয়ে গিয়েছে।"
8 / 8
অঙ্কিতার এই কষ্টে কষ্ট পেয়েছেন তাঁর অনুরাগীরাও। কিছু একটা উপায় বের করে একসঙ্গে থাকুন ভিকি-অঙ্কিতা-- এমনটাই চাইছেন তাঁরা।