Ankita Lokhande: বুক ফাটছে কষ্টে, একসঙ্গে নেই স্বামী, বিয়ের পাঁচ মাসের মধ্যে কেন এমন পরিস্থিতি অঙ্কিতার?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 15, 2022 | 2:09 PM

Ankita Lokhande: ভালবেসে বিয়ে করেছিলেন তাঁরা। স্বপ্ন ছিল একসঙ্গে কাটাবেন আগামী জীবন। বিয়ের বয়স মাত্র ৫ মাস। অথচ আলাদা থাকছেন অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈন।

1 / 8
ভালবেসে বিয়ে করেছিলেন তাঁরা। স্বপ্ন ছিল একসঙ্গে কাটাবেন আগামী জীবন। বিয়ের বয়স মাত্র ৫ মাস। অথচ আলাদা থাকছেন অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈন।

ভালবেসে বিয়ে করেছিলেন তাঁরা। স্বপ্ন ছিল একসঙ্গে কাটাবেন আগামী জীবন। বিয়ের বয়স মাত্র ৫ মাস। অথচ আলাদা থাকছেন অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈন।

2 / 8
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ভিকির সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কিতা। সুশান্তের মৃত্যুর পর অঙ্কিতা যখন পাশে ছিলেন তাঁর পরিবারের, আপত্তি জানাননি ভিকি।

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ভিকির সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন অঙ্কিতা। সুশান্তের মৃত্যুর পর অঙ্কিতা যখন পাশে ছিলেন তাঁর পরিবারের, আপত্তি জানাননি ভিকি।

3 / 8
বরং ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন হবু স্ত্রীর পাশে। এত প্রেম তাহলে কোথায় গেল? এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে জাগছে।

বরং ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন হবু স্ত্রীর পাশে। এত প্রেম তাহলে কোথায় গেল? এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে জাগছে।

4 / 8
না তাঁদের বিচ্ছেদ হয়নি। তবে আলাদা থাকার নেপথ্যে রয়েছে এক সঙ্গত কারণ। তাই বাধ্য হয়েই স্বামী-স্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। ক ঈসেই কারণ?

না তাঁদের বিচ্ছেদ হয়নি। তবে আলাদা থাকার নেপথ্যে রয়েছে এক সঙ্গত কারণ। তাই বাধ্য হয়েই স্বামী-স্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। ক ঈসেই কারণ?

5 / 8
কাজের জন্য ভিকি থাকেন বিলাসপুরে। অন্যদিকে কাজের জন্যই অঙ্কিতা থাকেন মুম্বইয়ে। প্রেমেও লং ডিসট্যান্স রিলেশনশিপ ছিল তাঁর। বিয়ের পরেও সেই একই চিত্র।

কাজের জন্য ভিকি থাকেন বিলাসপুরে। অন্যদিকে কাজের জন্যই অঙ্কিতা থাকেন মুম্বইয়ে। প্রেমেও লং ডিসট্যান্স রিলেশনশিপ ছিল তাঁর। বিয়ের পরেও সেই একই চিত্র।

6 / 8
অঙ্কিতার কথায়, "আগে মনে হতো ঠিকাছে এসে দেখা করবে, কিন্তু বিয়ে হওয়ার পর থেকেই এই লং ডিস্টেন্স অসহ্য হয়ে উঠছে"। এখানেই থামেননি অঙ্কিতা।

অঙ্কিতার কথায়, "আগে মনে হতো ঠিকাছে এসে দেখা করবে, কিন্তু বিয়ে হওয়ার পর থেকেই এই লং ডিস্টেন্স অসহ্য হয়ে উঠছে"। এখানেই থামেননি অঙ্কিতা।

7 / 8
তিনি আরও যোগ করেন, "আমি চাই ও আমার সঙ্গে থাকুক। যখন রাত্রে শুতে যাই তখন পাশে ওকে দরকার। ওর কাঁধে মাথা রেখে ঘুমোতে চাই। ও এখন আমার অভ্যেস হয়ে গিয়েছে।"

তিনি আরও যোগ করেন, "আমি চাই ও আমার সঙ্গে থাকুক। যখন রাত্রে শুতে যাই তখন পাশে ওকে দরকার। ওর কাঁধে মাথা রেখে ঘুমোতে চাই। ও এখন আমার অভ্যেস হয়ে গিয়েছে।"

8 / 8
অঙ্কিতার এই কষ্টে কষ্ট পেয়েছেন তাঁর অনুরাগীরাও। কিছু একটা উপায় বের করে একসঙ্গে থাকুন ভিকি-অঙ্কিতা-- এমনটাই চাইছেন তাঁরা।

অঙ্কিতার এই কষ্টে কষ্ট পেয়েছেন তাঁর অনুরাগীরাও। কিছু একটা উপায় বের করে একসঙ্গে থাকুন ভিকি-অঙ্কিতা-- এমনটাই চাইছেন তাঁরা।

Next Photo Gallery