Kajol Controversy: গোপনে রোম্যান্স, মধ্যরাতে কাজলের বাড়িতে কিং খান, পরকীয়া নিয়ে চোখ রাঙানি শাহরুখ
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 15, 2022 | 3:50 PM
Shah Rukh Khan: আদেও কি এই জল্পনা সত্যি! শাহরুখ খান ততদিনে বিবাহিত, কাজলের জীবনেও অজয় দেবগণের আনাগোনা। যার ফলে বিষয়টা স্পষ্ট হতে সময় নেয় না, যে সম্পর্ক যদি থাকে, তবে তা গোপণে।
1 / 6
বাজিগর ছবি থেকে শুরু। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন কাজল ও শাহরুখ খান। তাণঁদের জুটির জনপ্রিয়তা নিয়ে কোনও দ্বিমত নেই ভক্তমনে।
2 / 6
তবে এতো গেল পর্দার সামনের সমীকরণ। আর পর্দার পেছনে! ঠিক কীভাবে শাহরুখ খান ও কাজল একে অন্যের মনে জায়গা করে নিয়েছে, তা জানার কৌতুহল ছিল তুঙ্গে।
3 / 6
আদেও কি এই জল্পনা সত্যি! শাহরুখ খান ততদিনে বিবাহিত, কাজলের জীবনেও অজয় দেবগণের আনাগোনা। যার ফলে বিষয়টা স্পষ্ট হতে সময় নেয় না, যে সম্পর্ক যদি থাকে, তবে তা গোপণে।
4 / 6
সত্যি কি তাই! শাহরুখ খান এই মর্মে নিজের মুখ বন্ধ রাখতে পারেননি। উল্টে বলেছিলন কাজল তাঁর বনের মত। তনুজার সন্তান। তিনি তাঁকে খুব স্নেহ করেন। পাশাপাশি গৌরীও ওকে খুব ভালবাসে।
5 / 6
তবে এখন পরিস্থিতি আকাশ পাতাল ফারাক। কিং খান এখন সত্যিই কিং। মানুষের মনে যেভাবে তাঁর রাজত্ব ঠিক সেভাবেই তিনি নিজের পকেটের দাপটে বিশ্বজুড়ে নাম কামিয়েছেন।
6 / 6
কেবল কাজল কেন, মাধুরী, জুহি, তিনি কারুর বাড়ি যাওয়াই পছন্দ করেন না বলেই জানান, এক সাক্ষাৎকারে। তবে থেকেই এঁদের মধ্যে সম্পর্কের জল্পনায় জল, কমে সিনেদুনিয়ার গুঞ্জণ।