TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 15, 2022 | 4:32 PM
কথায় বলে বলিউডে কাস্টিং কাউচের ফাঁদে পা নয়। অথচ, প্রতিটা মুহূর্তে শুটিং সেটে সহ অভিনেতা বা পরিচালক প্রযোজকের যে কটুক্তি ধেয়ে আসে, তার বেলায় কি!
কম বেশি সকলেই এমন পরিস্থিতির শিকার হয়েছেন। সেই তালিকা থেকে বাদ পড়েননি খোদ অনুষ্কা শর্মাও। যদিও সে প্রসঙ্গ বেশ খানিকটা ভিন্ন। রণবীর সিং-এর সঙ্গে ব্যান্ড বাজা বারাতি ছবিতে কাজ।
সেখানেই রণবীর তাঁর স্বভাব বশত ইয়ার্কি করে বসেন অনুষ্কার সঙ্গে। বলে ফেলেন, তিনি অনুষ্কার নিতম্বে মারতে চান। আর তাতেই মেজাজ হারান অনুষ্কা।
তবে বক্ষবিভাজিকার ছবি পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে গেল নেট দুনিয়ার পাতায়। খোলামেলা পোশাকে ছবি দেখা মাত্রই নানা কমেন্টে ভরে উঠল সোশ্যাল মিডিয়া পোস্ট।
রণবীর সিং- বিশ্বাস করতে অবাক লাগলেও এটাই সত্যি। একটা সময় রণবীর সিং পকেটে কন্ডোম নিয়ে ঘুরতেন। মহিলাদের প্রতি ছিল তাঁর বিশেষ আকর্ষণ। নিজেই জানিয়েছিলেন ওয়ান নাইট স্ট্যান্ডের কথা কফি উইথ করণে।
এবং তাঁদের দিল ধারকনে দো ছবিতেও একসঙ্গে অভিনয় করতে দেখা যায়। রণবীর সিং বরাবরই তাঁর সবঅভিনেতাদের সঙ্গে বেশ খোলামেলা, সেবারও ঠিক তেমনই এক ইয়ার্কি কাল হয়ে দাঁড়িয়ে ছিল তাঁর জন্য।