Relationship Controversy: ৩০৮ জনের সঙ্গে শারীরিক সম্পর্ক, তবে সঞ্জয়ের মনের ছিল মাধুরীর বাস, বিয়ে পাকা, তারপর…
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
May 15, 2022 | 5:26 PM
Madhuri Dixit: সঞ্জয় দত্তের সঙ্গে মাধুরীর সম্পর্কের খবর কারুর অজানা নয়। একের পর এক সেলেবের মধ্যে থাকা গোপন সম্পর্কের জল্পনার মাঝে এই জুটি ছিলেন অন্যতম।
1 / 6
বলিউডের বিউটি কুইন মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্কের কথা কম বেশি সকলেই জানেন। তবে কোথাও গিয়ে যেন ভাগ্যের ফেরে এই জুটির এক সঙ্গে সংসার করা হল না।
2 / 6
নব্বই দশকের গোড়ার কথা, তখন সিনে দুনিয়ায় একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিচ্ছেন এই জুটি। একে অন্যের সঙ্গে ডেটিং-এও মত্ত। প্রকাশ্যে ধরা দিতেন তিনি।
3 / 6
কিছু দিনের মধ্যেই সামনে খবর আসে তাঁরা বিয়ে করতে চলেছেন। সঞ্জয় দত্ত সেই সময় ছিলেন বিটাউন ক্যাসানোভা। তাতেই কি বিপত্তি! না। এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত নিজেই গান উল্টো সুর।
4 / 6
ম্যাগির বিজ্ঞাপনের জন্য রীতিমতো আইনি নোটিশ পেতে হয়েছিল মাধুরী দীক্ষিতকে। উত্তরাখণ্ড থেকে তাঁর নামে লিখিত অভিযোগ করা হয়। কেন তিনি খাবারের কোয়ালিটি না দেখেই বিজ্ঞাপন করতে রাজি হয়েছেন, উঠেছিল প্রশ্ন।
5 / 6
যদিও বাস্তবে রয়েছে অন্য কাহিনি। মাধুরীকে সঞ্জয় দত্ত প্রকৃতই ভালবেসে ছিলেন। যখন তাঁর নামের সঙ্গে টাডা কেস জড়িয়ে যায়, তখনই মাধুরী নিজেকে সরিয়ে নেন এই সম্পর্ক থেকে।
6 / 6
তাঁর বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয় বাইরে। এরপর ভেঙে যায় তাঁদের জুটি। যদিও এই নিয়ে দুজনের মধ্যে কেউই মুখ খোলেননি কোনও দিন। তবে বি-টাউনের এই প্রেমকাহিনি চাপা থাকেনি।