Bangla News Photo gallery Madhuri Dixit ruled the silver screen for long, she made headlines for Rumoured link ups with her co stars such as Sanjay Dutt, Anil Kapoor, Mithun Chakraborty
Madhuri Dixit’s love stories: সহ অভিনেতাদের সঙ্গে প্রেমের কাহিনি উঠে এসেছে বারবার, কিন্তু মাধুরী নিরুত্তোর কেন?
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
May 15, 2022 | 6:09 PM
Madhuri Dixit’s love stories: বিয়ের আগে যখন মাধুরী দীক্ষিত তাঁর কেরিয়ারের মধ্য গগনে, তাঁর সঙ্গে অনেক অভিনেতার নামই জড়িয়ে ছিল। তাঁর মধ্যে দুজনের সঙ্গে বিয়ে অবধি গড়িয়েছিল সম্পর্ক।
1 / 6
১. শুভ জন্মদিন মাধুরী দীক্ষিত আজ জন্মদিন বলিউড ডিভা মাধুরী দীক্ষিতের। ৫৫ বছরে আজও তিনি সমান সুন্দরী। স্বামী শ্রীরাম নেনের সঙ্গে এখন সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তাঁর সোশ্যাল মিডিয়ার ছবি দেখলেই তা বোঝা যায়। যখন তিনি পুরো দমে বলিউড কাঁপাচ্ছেন তাঁর অভিনয় আর সৌন্দর্যে, তখন তাঁর বিপরীতে যে নায়করা অভিনয় করতেন, অনেকের সঙ্গেই তিনি সম্পর্কে রয়েছেন বলে জল্পনা ছিল। বি-টাউনে কান পাতলেই শোনা যেত তাঁর সম্পর্কের খবর নিয়ে গুঞ্জন।
2 / 6
২. সঞ্জয় দত্ত যাঁর সঙ্গে মাধুরীর নাম সবচেয়ে বেশি খবরে ছিল, তিনি সঞ্জয় দত্ত। ‘খলনায়ক’ থেকে ‘সাজন’ একাধিক ছবিতে তাঁরা অভিনয় করেছেন। তাঁদের অভিনীত অনেক ছবিতে আগুন লাগানো চুমুর দৃশ্য এই প্রেমের জল্পনায় ঘি-এর কাজ করত।
3 / 6
৩. অনিল কাপুর ১৮টি ছবিতে একসঙ্গে অভিনয় করেন মাধুরী-অনিল। তাঁদের অনস্ক্রিন রসায়ন দেখে অনেকের ধারণা ছিল তাঁরা অফস্ক্রিনেও প্রেম করছেন। তাঁরা ভাল বন্ধু ছিলেন। কিন্তু প্রেম নিয়ে কখনও মুখ খোলেননি কখনও।
4 / 6
৪. জ্যাকি শ্রফ জ্যাকি সব সময় জানিয়েছেন, তাঁর জীবনে সব কিছুতেই প্রথম পছন্দ মাধুরী। এমনকী মাধুরীর ডা. নেনের সঙ্গে বিয়ের খবর শুনে তাঁর হৃদয় ভেঙে গিয়েছিল, যা তিনি প্রকাশেই জানিয়েছিলেন। মাধুরীর তরফ থেকে তাঁর প্রতি কোনও অনুভূতি ছিল কিনা, তা কখনও জানা যায়নি।
5 / 6
৫. অজয় জাদেজা সঞ্জয় দত্তের পর যাঁর নাম সবচেয়ে বেশি জুড়ে ছিল মাধুরীর সঙ্গে তিনি অজয় জাদেজা। যদিও অজয়-মাধুরী কখনও স্বীকার করেননি নিজেদের সম্পর্ক, তবে সেই সময় বলিউডে কান পাতলেই শোনা যেত তাঁদের নিয়ে জল্পনা। তাঁদের প্রেম নাকি চোখে পড়ার মতোই ছিল। কিন্তু অজয়ের বাড়ি থেকে এই সম্পর্ক মেনে নেয়নি, তাই এই সম্পর্ক এগোয়নি, এমনই শোনা যায়।
6 / 6
মিঠুন চক্রবর্তী- মিঠুন চক্রবর্তী মোট সিনেমা করেছেন ২৬৭। যার মধ্যে ১৮০টি ছবিই ফ্লপের তালকায়।