নেতাজি সুভাষ চন্দ্র বসু। নামটাই যথেষ্ট। তাঁকে নিয়ে বহু ছবি তৈরি হয়েছে বড় পর্দায়। তৈরি হয়েছে ধারাবাহিকও।
মঙ্গলবার প্রকাশ্যে আসে পরিচালক সায়ন্তন ঘোষালের পরবর্তী ছবি 'স্বস্তিক সংকেত'-এ শাশ্বত চট্টোপাধ্যায়ের লুক। সেখানে নেতাজির চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা। লুক বেরনোর পরই আলোড়ন। এ যে একেবারে নেতাজি। সঙ্গে সঙ্গে অন্যান্য অভিনেতাদের মুখ চোখের সামনে ভেসে আসতে থাকে। কাদের? যাঁরা কোনও না কোনও সময় বড় পর্দায় কিংবা ছোট পর্দায় নেতাজির চরিত্রে অভিনয় করেছেন। ২০২২ সালের জানুয়ারি মাসে মুক্তি পাবে ছবি।
অভিনেতা শচীন খেদেকর। 'বোস: দ্যা ফর্গটন হিরো'তে তিনিই ছিলেন নেতাজি। ছবি মুক্তি পায় ২০০৪ সালে।
'বোস: ডেড/অ্যালাইভ' ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার রাও। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি দেখে একাংশের সমালোচকদের মনে হয়েছিল নেতাজির চেহারার সঙ্গে রাজকুমারের চেহারার তেমন মিল নেই। যদিও অভিনয় গুণে অনেকটাই বাজিমাত করেছিলেন রাজকুমার।
এরপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'গুমনামী'। নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে তৈরি হয়েছিল এই ছবি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল নেতাজির চরিত্রে।
অভিনেতা অভিষেক বোস। ছোট পর্দার এই অভিনেতা দীর্ঘসময় নেতাজির চরিত্রে অভিনয় করেছিলেন 'নেতাজি' ধারাবাহিকেই। ২০১৯ সালে বাংলায় সম্প্রচার হত এই ধারাবাহিক।