Premier League: লিগ টেবলের লাস্ট বয় নিউক্যাসলকে হারাল আর্সেনাল

প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শনিবার লিগ টেবলের লাস্ট বয় নিউক্যাসেল ইউনাইটেডের (Newcastle United) বিরুদ্ধে নেমেছিল আর্সেনাল (Arsenal)। লিভারপুলের কাছে শেষ ম্যাচে ৪-০ গোলে হারার পর নিউক্যাসেলকে ২-০ গোলে হারিয়ে জয়ে ফিরলেন বুকায়ো সাকারা। প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। ম্যাচের দুটি গোল এসেছে দ্বিতীয়ার্ধে। ১৩ ম্যাচের পর ৭টিতে জয় ও ২টিতে ড্র এবং ৪টিতে হারের পর ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৫ নম্বরে রয়েছে আর্সেনাল।

| Edited By: | Updated on: Nov 28, 2021 | 9:07 AM
আর্সেনাল সঠিক পাস খেলেছে ৮৭% এবং নিউক্যাসেল ইউনাইডেট সঠিক পাস খেলেছে ৭৯%। তবে গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হয়।

আর্সেনাল সঠিক পাস খেলেছে ৮৭% এবং নিউক্যাসেল ইউনাইডেট সঠিক পাস খেলেছে ৭৯%। তবে গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হয়।

1 / 4
ম্যাচের ৫৬ মিনিটে ভারেলা তাভারেসের (Varela Tavares) পাস থেকে আর্সেনালের হয়ে প্রথম গোলটি করেন বুকায়ো সাকা (Bukayo Saka)।

ম্যাচের ৫৬ মিনিটে ভারেলা তাভারেসের (Varela Tavares) পাস থেকে আর্সেনালের হয়ে প্রথম গোলটি করেন বুকায়ো সাকা (Bukayo Saka)।

2 / 4
৬৬ মিনিটে তোমিয়াসুর (Tomiyasu) পাস থেকে দলকে ২-০ তে পৌঁছে দেন গ্যাব্রিয়েল মার্টিনেলি (Gabriel Martinelli)।

৬৬ মিনিটে তোমিয়াসুর (Tomiyasu) পাস থেকে দলকে ২-০ তে পৌঁছে দেন গ্যাব্রিয়েল মার্টিনেলি (Gabriel Martinelli)।

3 / 4
১৩ ম্যাচের পর ৭টিতে জয় ও ২টিতে ড্র এবং ৪টিতে হারের পর ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৫ নম্বরে রয়েছে আর্সেনাল।

১৩ ম্যাচের পর ৭টিতে জয় ও ২টিতে ড্র এবং ৪টিতে হারের পর ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ৫ নম্বরে রয়েছে আর্সেনাল।

4 / 4
Follow Us: