Premier League: আর্সেনালের ত্রাতা ক্যাপ্টেন অবামেয়াং
ইংলিশ প্রিমিয়ার লিগের (English Premier League) ম্যাচে নরউইচ সিটিকে (Norwich City) ১-০ গোলে হারাল মাইকেল আর্তেতার আর্সেনাল (Arsenal)। ইপিএলে হারের হ্যাটট্রিকের পর দলকে এই মরসুমে প্রথম জয় এনে দিলেন আর্সেনাল অধিনায়ক পিয়ের-এমরিক অবামেয়াং। এই ম্যাচে ৩ পয়েন্ট পাওয়ায় লিগ তালিকায় ১৬ নম্বরে উঠে এসেছে আর্তেতার দল। টানা তিন ম্যাচে হারের পর এ দিনের ম্যাচে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন আর্সেনাল কোচ। এই ম্যাচে জয় না পেলে আর্তেতার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যেত। আপাতত মরসুমের প্রথম জয়ের পর তা এখনই হচ্ছে না। বাকি ম্যাচে কোন রণনীতি ব্যবহার করেন আর্সেনাল কোচ সেদিকে নজর থাকবে ফুটবলপ্রেমীদের।