Bangla News Photo gallery শিলিগুড়ির হিলকার্ট রোড, দেশবন্ধু চিত্তরঞ্জন উড়ালপুল, মহানন্দা সেতু, নানা জায়গা থেকে এদিন দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে।
Photo Gallery: জলপাইগুড়ি স্টেশনে নামতেই দেখা গেল কাঞ্চনজঙ্ঘা! ছবি তোলার হিড়িক
TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস
Sep 12, 2021 | 7:16 PM
Kanchanjangha: জলপাইগুড়ি শহরের বাসিন্দা কমল রায় জানালেন, তাঁর বাড়ির সামনে থেকে তিনি প্রতিবছর কাঞ্চনজঙ্ঘা দেখেন। কিন্তু সেপ্টেম্বর মাসে আগে কখনও এই দৃশ্য দেখেননি। স্বভাবতই উচ্ছ্বসিত তাঁরা।
1 / 5
জলপাইগুড়ির আকাশ ফুঁড়ে উঁকি মারল কাঞ্চনজঙ্ঘা (Kanchanjangha)। নীল আকাশ আর পেঁজা মেঘের মাঝে দুধ সাদা গিরিশৃঙ্গ জানান দিল 'এসেছে শরৎ...'। রবিবার জলপাইগুড়ি থেকে এই অপরূপ দৃশ্য দেখে উচ্ছসিত শহরবাসী।
2 / 5
রবিবার সকাল থেকে জলপাইগুড়িতে দেখা গেল কাঞ্চজঙ্ঘা। সেপ্টেম্বর মাসে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে উচ্ছ্বসিত শহরবাসী। নিয়ম করে প্রতিবছর জলপাইগুড়ি শহর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আগে বড় বিল্ডিং বা দূষণ অনেকটা কম থাকায় শীত কালে নিয়মিত কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। কিন্তু সেপ্টেম্বর মাসে শহর থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন খুব একটা পাওয়া যায়নি।
3 / 5
গত ১৫ বছর ধরে জলপাইগুড়ি শহরে শুরু হয়েছে নগরায়ণ। আর একদিকে তেমনি পাল্লা দিয়ে বেড়েছে বহুতল। পাশাপাশি শহরে গাড়ির সংখ্যা বাড়তে থাকায় পাল্লা দিয়ে দূষণও বেড়েছে। ফলে শহর থেকে আগের মত আর স্পষ্ট না হলেও খানিকটা ঝাপসা ভাবে দেখা যেত কাঞ্চনজঙ্ঘা। রবিবার সকালে আচমকাই শিলিগুড়ির রাস্তার বেশ কয়েকটি জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্ট দেখা যায়। সবাই মোবাইলে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন এই দৃশ্যকে।
4 / 5
কিন্তু গত বছর থেকে করোনার প্রভাবে লক ডাউন শুরু হওয়ার ফলে গাড়িঘোড়া খুব একটা চলেনি। ফলে প্রকৃতিতে তেমন ভাবে দূষণও ছড়ায়নি। ফলে গতবছর জলপাইগুড়ি শহর থেকে খুব ভালভাবেই কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছে। এবার সেপ্টেম্বর মাসেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে জলপাইগুড়ি থেকে। মাউন্ট এভারেস্ট ও কেটুর পর কাঞ্চনজঙ্ঘা হল পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘার উচ্চতা প্রায় ৮ হাজার ৫৮৬ মিটার বা ২৮ হাজার ১৬৯ ফুট।
5 / 5
২৮ হাজার ১৬৯ ফুট উঁচু এই পর্বতশঙ্গ দৃশ্যমান হল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের বাসিন্দা কমল রায় জানালেন, তাঁর বাড়ির সামনে থেকে তিনি প্রতিবছর কাঞ্চনজঙ্ঘা দেখেন। কিন্তু সেপ্টেম্বর মাসে আগে কখনও এই দৃশ্য দেখেননি। স্বভাবতই উচ্ছ্বসিত তাঁরা। আবার শিলিগুড়ির হিলকার্ট রোড, দেশবন্ধু চিত্তরঞ্জন উড়ালপুল, মহানন্দা সেতু, নানা জায়গা থেকে এদিন দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে।