Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPL: বিশ্বকাপের পর ফিরল ইপিএল- জিতল আর্সেনাল, লিভারপুল

Premier League: বিশ্বকাপের রেশ এখনও পুরোপুরি কাটেনি। বক্সিং ডে-তে শুরু হয়ে গেল ক্লাব ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দিনই নেমেছিল আর্সেনাল, লিভারপুল, টটেনহ্যামের মতো দলগুলি। জয় দিয়েই দ্বিতীয় পর্ব শুরু করল লিগ টেবলে শীর্ষে থাকা আর্সেনাল। ৩-১ ব্যবধানে জিতল তারা। লিভারপুলও একই ব্যবধানে জয় পায়। অন্য দিকে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের হার। পেনাল্টি নষ্ট এবং বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা নিয়ে ক্লাব ফুটবলে ফিরেছিলেন টটেনহ্যামের হ্যারি কেন। ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে হ্যারি কেন গোল করলেও, দল কোনওরকমে হারা বাঁচাল।

| Edited By: | Updated on: Dec 27, 2022 | 7:30 AM
বিশ্বকাপের রেশ এখনও পুরোপুরি কাটেনি। বক্সিং ডে-তে শুরু হয়ে গেল ক্লাব ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দিনই নেমেছিল আর্সেনাল, লিভারপুল, টটেনহ্যামের মতো দলগুলি। জয় দিয়েই দ্বিতীয় পর্ব শুরু করল লিগ টেবলে শীর্ষে থাকা আর্সেনাল। (ছবি : টুইটার)

বিশ্বকাপের রেশ এখনও পুরোপুরি কাটেনি। বক্সিং ডে-তে শুরু হয়ে গেল ক্লাব ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম দিনই নেমেছিল আর্সেনাল, লিভারপুল, টটেনহ্যামের মতো দলগুলি। জয় দিয়েই দ্বিতীয় পর্ব শুরু করল লিগ টেবলে শীর্ষে থাকা আর্সেনাল। (ছবি : টুইটার)

1 / 7
ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জিতল তারা। পিছিয়ে থেকেও অনবদ্য জয়। ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি থেকে ওয়েস্ট হ্য়ামকে এগিয়ে দেন সাইদ বেনরাহমা। আর্সেনালের হয়ে সমতা ফেরান বিশ্বকাপে নজরকাড়া ইংল্যান্ডের তরুণ স্ট্রাইকার বুকায়ো সাকা। (ছবি : টুইটার)

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জিতল তারা। পিছিয়ে থেকেও অনবদ্য জয়। ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি থেকে ওয়েস্ট হ্য়ামকে এগিয়ে দেন সাইদ বেনরাহমা। আর্সেনালের হয়ে সমতা ফেরান বিশ্বকাপে নজরকাড়া ইংল্যান্ডের তরুণ স্ট্রাইকার বুকায়ো সাকা। (ছবি : টুইটার)

2 / 7
ম্যাচের ৫৮ মিনিটে আর্সেনালের হয়ে ব্য়বধান বাড়ান ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্তিনেলি। ম্যাচের ৬৯ মিনিটে এডি এনকেতিয়ার গোলে আর্সেনালের পক্ষে স্কোরলাইন ৩-১ হয়। শেষ অবধি এই স্কোরলাইনই থাকে। লিগ টেবলে শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। (ছবি : টুইটার)

ম্যাচের ৫৮ মিনিটে আর্সেনালের হয়ে ব্য়বধান বাড়ান ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্তিনেলি। ম্যাচের ৬৯ মিনিটে এডি এনকেতিয়ার গোলে আর্সেনালের পক্ষে স্কোরলাইন ৩-১ হয়। শেষ অবধি এই স্কোরলাইনই থাকে। লিগ টেবলে শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। (ছবি : টুইটার)

3 / 7
 ইপিএলের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে তাদের ঘরের মাঠে ৩-১ ব্য়বধানে হারাল লিভারপুল। ম্যাচের মাত্র ৫ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন তাদের স্ট্রাইকার মহম্মদ সালাহ। ডাচ তারকা ডিফেন্ডার ভার্জিল ভ্য়ান ডাইকের গোলে ব্য়বধান বাড়ায় লিভারপুল। (ছবি : টুইটার)

ইপিএলের অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে তাদের ঘরের মাঠে ৩-১ ব্য়বধানে হারাল লিভারপুল। ম্যাচের মাত্র ৫ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন তাদের স্ট্রাইকার মহম্মদ সালাহ। ডাচ তারকা ডিফেন্ডার ভার্জিল ভ্য়ান ডাইকের গোলে ব্য়বধান বাড়ায় লিভারপুল। (ছবি : টুইটার)

4 / 7
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য অস্বস্তি। ম্যাচের ৫৯ মিনিটে ওলি ওয়াটকিনসের গোলে ব্য়বধান কমায় অ্যাস্টন ভিলা। তাতে অবশ্য কোনও সমস্যা হয়নি। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে স্টেফান বাজেতিচের গোলে ৩-১ ব্যবধান করে এবং জেতে লিভারপুল। (ছবি : টুইটার)

দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য অস্বস্তি। ম্যাচের ৫৯ মিনিটে ওলি ওয়াটকিনসের গোলে ব্য়বধান কমায় অ্যাস্টন ভিলা। তাতে অবশ্য কোনও সমস্যা হয়নি। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে স্টেফান বাজেতিচের গোলে ৩-১ ব্যবধান করে এবং জেতে লিভারপুল। (ছবি : টুইটার)

5 / 7
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় পেনাল্টি মিস করেছিলেন ইংল্য়ান্ড অধিনায়ক হ্যারি কেন। ক্লাবের হয়ে ফিরেই দলের বিপদে গোল করলেন। ভিতালি জানেট এবং ইভান টোনির গোলে ২-০ এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। হারের আতঙ্ক ভিড় করে স্পার শিবিরে। (ছবি : টুইটার)

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় পেনাল্টি মিস করেছিলেন ইংল্য়ান্ড অধিনায়ক হ্যারি কেন। ক্লাবের হয়ে ফিরেই দলের বিপদে গোল করলেন। ভিতালি জানেট এবং ইভান টোনির গোলে ২-০ এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। হারের আতঙ্ক ভিড় করে স্পার শিবিরে। (ছবি : টুইটার)

6 / 7
ম্যাচের ৬৫ মিনিটে হ্যারি কেনের গোলে ব্যবধান কমায় টটেনহ্য়াম। ৬ মিনিটের মধ্যে পিয়েরে এমিল হোজার্গের গোলে সমতা ফেরায়। ২ গোলে পিছিয়ে থেকেও শেষ অবধি ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে টটেনহ্য়াম। (ছবি : টুইটার)

ম্যাচের ৬৫ মিনিটে হ্যারি কেনের গোলে ব্যবধান কমায় টটেনহ্য়াম। ৬ মিনিটের মধ্যে পিয়েরে এমিল হোজার্গের গোলে সমতা ফেরায়। ২ গোলে পিছিয়ে থেকেও শেষ অবধি ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে টটেনহ্য়াম। (ছবি : টুইটার)

7 / 7
Follow Us: