EPL: লরিসের আত্মঘাতী গোল, জিতে শীর্ষেই আর্সেনাল

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 16, 2023 | 2:36 AM

Tottenham vs Arsenal: ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে টটেনহ্য়াম হটস্পারকে ২-০ গোলে হারাল আর্সেনাল। ইপিএলের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ব্য়বধান দাঁড়ালো ৮ পয়েন্ট।

1 / 8
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে টটেনহ্য়াম হটস্পারকে ২-০ গোলে হারাল আর্সেনাল। তাদের কোচ মিকেল আর্তেতার অভিব্যক্তিতেই পরিষ্কার, এই জয় কতটা গুরুত্বপূর্ণ। (ছবি : টুইটার)

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে টটেনহ্য়াম হটস্পারকে ২-০ গোলে হারাল আর্সেনাল। তাদের কোচ মিকেল আর্তেতার অভিব্যক্তিতেই পরিষ্কার, এই জয় কতটা গুরুত্বপূর্ণ। (ছবি : টুইটার)

2 / 8
ইপিএলের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ব্য়বধান দাঁড়ালো ৮ পয়েন্ট। নানা কারণেই স্মরণীয় হয়ে থাকল ম্যাচ। (ছবি : টুইটার)

ইপিএলের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ব্য়বধান দাঁড়ালো ৮ পয়েন্ট। নানা কারণেই স্মরণীয় হয়ে থাকল ম্যাচ। (ছবি : টুইটার)

3 / 8
টটেনহ্যামকে অস্বস্তিতে ফেলেন তাদের গোলরক্ষক হুগো লরিস। কয়েক দিন আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ফ্রান্সের অধিনায়ক লরিস। (ছবি : টুইটার)

টটেনহ্যামকে অস্বস্তিতে ফেলেন তাদের গোলরক্ষক হুগো লরিস। কয়েক দিন আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ফ্রান্সের অধিনায়ক লরিস। (ছবি : টুইটার)

4 / 8
ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা হুগো লরিস ক্লাব ফুটবলে আরও কয়েক বছর খেলার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন। তবে ক্লাব ফুটবলে তাঁর অস্বস্তি ম্যাচের ১৪ মিনিটেই। (ছবি : টুইটার)

ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা হুগো লরিস ক্লাব ফুটবলে আরও কয়েক বছর খেলার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন। তবে ক্লাব ফুটবলে তাঁর অস্বস্তি ম্যাচের ১৪ মিনিটেই। (ছবি : টুইটার)

5 / 8
বুকায়ো সাকার শট ডিফ্লেকশনে সহজ সুযোগ আসে গোলরক্ষক হুগো লরিসের। তবে বিশ্বের অন্য়তম সেরা গোলরক্ষক সুযোগ সুযোগটাই মিস করেন। তাঁর হাত ফসকে বল গোল লাইন পেরোয়। (ছবি : টুইটার)

বুকায়ো সাকার শট ডিফ্লেকশনে সহজ সুযোগ আসে গোলরক্ষক হুগো লরিসের। তবে বিশ্বের অন্য়তম সেরা গোলরক্ষক সুযোগ সুযোগটাই মিস করেন। তাঁর হাত ফসকে বল গোল লাইন পেরোয়। (ছবি : টুইটার)

6 / 8
লরিসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রথমার্ধেই স্কোর লাইন ২-০ করে আর্সেনাল। ম্যাচের ৩৬ মিনিটে বুকায়ো সাকার পাস অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে। অনবদ্য গোলে স্কোরলাইন ২-০ করেন ওডেগার্ড। (ছবি : টুইটার)

লরিসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। প্রথমার্ধেই স্কোর লাইন ২-০ করে আর্সেনাল। ম্যাচের ৩৬ মিনিটে বুকায়ো সাকার পাস অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে। অনবদ্য গোলে স্কোরলাইন ২-০ করেন ওডেগার্ড। (ছবি : টুইটার)

7 / 8
টটেনহ্যাম কোচ আন্তোনিও কন্তের অস্বস্তি কমেনি শেষ অবধি। আর্সেনাল গোলরক্ষক অনবদ্য কিছু সেভ করেন। ঘরের মাঠে মেজাজ হারান টটেনহ্য়াম সমর্থকরাও। (ছবি : টুইটার)

টটেনহ্যাম কোচ আন্তোনিও কন্তের অস্বস্তি কমেনি শেষ অবধি। আর্সেনাল গোলরক্ষক অনবদ্য কিছু সেভ করেন। ঘরের মাঠে মেজাজ হারান টটেনহ্য়াম সমর্থকরাও। (ছবি : টুইটার)

8 / 8
মাঠের বাইরে পুলিশের সঙ্গে ঝামেলাও বাধে আর্সেনাল সমর্থকদের। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। হ্যারি কেন, সনদের হতাশার ম্যাচে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। (ছবি : এএফপি)

মাঠের বাইরে পুলিশের সঙ্গে ঝামেলাও বাধে আর্সেনাল সমর্থকদের। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়। হ্যারি কেন, সনদের হতাশার ম্যাচে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। (ছবি : এএফপি)

Next Photo Gallery