EPL: লরিসের আত্মঘাতী গোল, জিতে শীর্ষেই আর্সেনাল
Tottenham vs Arsenal: ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে টটেনহ্য়াম হটস্পারকে ২-০ গোলে হারাল আর্সেনাল। ইপিএলের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ব্য়বধান দাঁড়ালো ৮ পয়েন্ট।