AFC Cup, ATK Mohun Bagan vs Bengaluru FC: জয় দিয়ে মরসুম শুরু এটিকে মোহনবাগানের
এএফসি কাপের (AFC Cup) প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) বিরুদ্ধে ২-০ জিতল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শুরুটা একটু ধীরেই করেছিল হাবাসের টিম। কিন্তু ৩৯ মিনিটেই ফিজির স্ট্রাইকার জ্বলে ওঠেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই সবুজ-মেরুনের দ্বিতীয় গোল করেছেন বার্থ ডে বয় শুভাশিস বসু।